Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনরহমান কন্যার বাগদান

রহমান কন্যার বাগদান

Follow Us :

 এ আর রহমানের বড় কন্যা খাঁটি যার বয়স যখন ১৪ বছর তখনই তিনি বাবার সংগীত পরিচালনায় বলিউডে ডেবিউ করেছেন। ‘রক অ্যা বাই বেবি’ শীর্ষক গানটি গেয়েছিলেন কৃতি শ্যানন এর ছবি ‘মিমি’তে। সম্প্রতি খাতিজার বাগদান সম্পন্ন হল। পাত্র পেশায় অডিও ইঞ্জিনিয়ার রিয়াসুদ্দিন শেখ মহাম্মদ। সোশ্যাল মিডিয়ায় খাতিজা এ খবর দিয়ে লিখেছেন,’আমার পরিবারের কিছু কাছের মানুষের উপস্থিতিতে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি’।খাতিজা সোশ্যাল মিডিয়ায় তার বাগদান পর্বের ছবি প্রকাশ করে লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর দয়ায় রিয়াসুদ্দিন শেখ মহম্মদ এর সাথে আমার বাগদান সম্পন্ন হয়েছে। একই পোস্ট শেয়ার করেছেন পাত্র রিয়াস। অবশ্য তিনি তার পোস্টে খাতিজার পরিচয় হিসেবে রহমানের কথা  কোথাও উল্লেখ করেন নি।বাগদানের সময় খাতিজা পরেছিলেন গোলাপি রঙের পোশাক। এ আর রহমানের স্ত্রী সায়রা বানু এবং তাদের দুই মেয়ে ও এক ছেলে। তারা হলেন খাতিজা, রহিমা ও আমিন রহমান। প্রসঙ্গত, এ আর রহমানের মেয়ে হয়েও হিজাব পরার জন্য কয়েক বছর আগে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল খাতিজাকে। ২০১৯ সালে অস্কারে কয়েকটি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় ছবি ‘স্ল্যামডগ মিলিয়নিয়ারে’র ১০ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে ছবিটির গানগুলোর সুরকার এআর রহমানকে মঞ্চে ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন তার কন্যা খাতিজা রহমানও। এ সময় বাবার সম্পর্কে বলতে গিয়ে বোরকা পরে মঞ্চে ওঠেন খাদিজা।তার এমন পোশাকের বিষয়ে ভারতের সামাজিক মাধ্যমে বেশ কটাক্ষ করা হয়। নানারকম সমালোচনা আর আপত্তিকর কথায় মেতে ওঠে নেটিজেনরা। মেয়েকে রক্ষণশীল জীবনযাপনে বাধ্য করেছেন বলে এআর রহমানের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় সেসব মন্তব্যে।সে সময় খাতিজা জানিয়ে দিয়েছেন, কারো চাপিয়ে দেয়ার কারণে নয় বরং স্বেচ্ছায় এ পোশাক পরেছি। বাগদানের সময়েও ছিল তাঁরা একই পোশাক।


 

RELATED ARTICLES

Most Popular