Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরHS Exam 2023 | হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা অগ্নিদগ্ধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর 

HS Exam 2023 | হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা অগ্নিদগ্ধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর 

Follow Us :

বসিরহাট: ১৫ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (HS Exam 2023)। এত বড় দুর্ঘটনাতেও মনের জোর কমেনি সেই ছাত্রীর (Student)। পরীক্ষায় সে বসবেই। হাড়োয়ার উচ্চ  মাধ্যমিক পরীক্ষার্থীর অদম্য জেদ দেখে হাসপাতালেই পরীক্ষার (Examination) ব্যবস্থা করে দিল কর্তৃপক্ষ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া (Haroa) জগন্নাথপুর অরবিন্দ পল্লি ভারতী হাইস্কুলের পরীক্ষার্থীর এই মনের জোর দেখে বিস্মিত পরিবার, শিক্ষক থেকে চিকিৎসকরাও।

পরিবার সূত্রের খবর, বুধবার রাতে বাড়িতে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ (Burnt) হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। গুরুতর আহত ছাত্রীর চিকিৎসা শুরু হয় তখনই। চিকিৎসকরা জানান, শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে তার। 

আরও পড়ুন: Rabindranath Ghosh |  ‘ভিখারি চেয়ারম্যান’, ‘চোর চোর’, নিজের ওয়ার্ড বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ   

ওই অবস্থায় ছাত্রীটি জানায়, সে বৃহস্পতিবার পরীক্ষা দেবেই। তার সেই অদম্য ইচ্ছাশক্তি দেখেই হাসপাতাল বেডে পরীক্ষার ব্যবস্থা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন নির্ধারিত সময়ে সংসদের প্রতিনিধি, স্কুলের শিক্ষকদের সামনে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ওই ছাত্রী পরীক্ষা (Examination) শেষ করল। পরীক্ষা দিতে পেরে খুশি সঙ্গীতা বিশ্বাস নামে ওই ছাত্রী। খুশি বাড়ির লোকজনও।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমরা ভাবতেই পারিনি, ও এই অবস্থায় পরীক্ষা দিতে পারবে। ওর এই মনোবল আগামী দিকে অন্যদেরও উৎসাহিত করবে। যে স্কুলে সঙ্গীতার সিট পড়েছিল, সেই স্কুলের শিক্ষকরাও অবাক হয়ে গিয়েছেন সঙ্গীতা ও তার জেদ দেখে। উৎসাহিত ওর পাড়ার লোকজন। 

RELATED ARTICLES

Most Popular