Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতামিলনাড়ুতে দুর্ঘটনার কবলে বাংলার বাসিন্দারা

তামিলনাড়ুতে দুর্ঘটনার কবলে বাংলার বাসিন্দারা

২৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন

Follow Us :

রায়দিঘি: পুজোর ক’টাদিন শহরের বাড়িয়ে ঘুরে আসতে চেয়েছিলেন। সেই মতো প্ল্যান রেডি করে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বেরাতে গিয়ে দুর্ঘটানর কবলে বাংলার বাসিন্দারা। বেড়াতে গিয়ে বিজয়া দশমীর দিন বাস দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বেশ কিছু পর্যটক। দুর্ঘটনাগ্রস্ত বাসে পশ্চিমবঙ্গের ৭২ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৫ জন পর্যটক। সেই তালিকাতেই রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির এক বৃদ্ধ দম্পতি সুদর্শন বৈদ্য ও ভগবতী বৈদ্য।

প্রশাসন সূত্রে খবর, ভাগবতী দেবীর আঘাত কম থাকলেও তাঁর স্বামী সুদর্শন গুরুতর আহত হয়েছেন। তবে দু’জনেই সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার খবর আসার পর থেকেই উদ্বেগে প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ওই বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য রওনা দিয়েছেন পরিবারের লোকজন৷ দক্ষিণ ভারত ভ্রমণের জন্য একটি ট্যুর অপারেটরের মাধ্যমে গত ১১ অক্টোবর বাসে করে রওনা দিয়েছিলেন ওই দম্পতি। এরপর গতকাল রাতে দুর্ঘটনার খবর এসে পৌঁছেছে।

আরও পড়ুন: বজবজ ট্রাঙ্ক রোডে দুর্ঘটনা কিশোরের মৃত্যু, পথ অবরোধে বাসিন্দারা

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ৭২ জন পর্যটককে নিয়ে গতকাল বাসটি তামিলনাড়ুর উটি থেকে মহীশূরের যাচ্ছিল। বান্দিপুর এলাকার কাছে আচমকা বেশ কিছু পথচারী বাসের সামনে চলে আসায় দ্রুত ব্রেক কষেন বাসচালক। এরফলে বাসটি উল্টে যায়। ২৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে চামরাজানগরের সিমস হাসপাতালে ভর্তি করে স্থানীয় পুলিশ। এছাড়া বাকি পর্যটকদের আপতত গুন্ডুলপেটের আম্বেদকর ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular