Placeholder canvas

Placeholder canvas
HomeScrollস্থায়ী পোস্ট অফিস পেল প্রত্যন্ত সুন্দরবনবাসী

স্থায়ী পোস্ট অফিস পেল প্রত্যন্ত সুন্দরবনবাসী

Follow Us :

বসিরহাট: স্থায়ী পোস্ট অফিস পেল প্রত্যন্ত সুন্দরবনবাসী, খুশির হাওয়া গ্রামজুড়ে। উওর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাধারণ মানুষের ডাকঘরের দাবি ছিল দীর্ঘদিন ধরে। আগে মোবাইল ফোন ছিল না, ইন্টারনেটও ছিল না। সেই সময়ের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডাক ব্যবস্থা। যাঁরা বিদেশে চাকরি করতেন, তাঁরা অপেক্ষায় বসে থাকতেন কখন তাঁর চিঠি আসবে। সেই যোগাযোগ মাধ্যম এখন ডিজিটাল হয়ে গিয়েছে। আগেরকার দিনের মতো এখন আর কাউকে সেই অপেক্ষায় বসে থাকতে হয় না। কারণ সবারই কাছে মোবাইল রয়েছে। তবুও তার মধ্যে কিছু কিছু কাজের জন্য সাধারণ মানুষের কাজে লাগে ডাক বিভাগ।

তাই লেবুখালি বাসিন্দাদের এই দাবি পূরণ হওয়াতে খুশি সকলেই। আগে কিন্তু নির্দিষ্ট কোনও জায়গা ছিল না এই ডাকঘরের। এলাকার এক বাসিন্দা স্বর্গীয় স্বর্ণময়ী মণ্ডল তিন শতক জায়গা পোস্ট অফিস স্থায়ী করার জন্য দান করেন। সেখানেই পোস্ট অফিস হওয়াতে মানুষ খুব খুশি।

আরও পড়ুন: ২ মাস ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী বাবা

সুপারিটেনড্যান্ট বারাসাত ডিভিশনের ভূপাল মজুমদার বলেন, আমরা হরিপদ মণ্ডলের এই জায়গা পেয়ে এই পোস্ট অফিস করতে পেরেছি। এর জন্য আমরা সকলেই আনন্দিত।

দেখুন আরও অন্য়ান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular