Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাNagpur T20I: বুমরা ফেরার স্বস্তিতেও সিরিজ হারের শঙ্কা, বৃষ্টির ভ্রুকুটি

Nagpur T20I: বুমরা ফেরার স্বস্তিতেও সিরিজ হারের শঙ্কা, বৃষ্টির ভ্রুকুটি

Follow Us :

নাগপুরে, আজ শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে ভারতীয় দল (Team India)। গত মঙ্গলবার মোহালিতে ২০৮ রান করেও হেরে সিরিজে ০-১ পিছিয়ে নামছে টিম ইন্ডিয়া। মোহালিতে ডেথ বোলিং ডুবিয়েছে রোহিত শর্মা-র দলকে। ভূবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল-রা একেবারেই খারাপ বোলিং করেন। উমেশ যাদবও শুরুতে একগাদা রান দেন। নাগপুরে তাই জশপ্রীত বুমরা-র দলে ফেরার দিকেই তাকিয়ে ভারতীয় দল।এতদিন ভারতীয় দলকে নিয়ে বলা হত, বড় টুর্নামেন্টে বেশী দূর যেতে না পারলেও দ্বিপাক্ষিক সিরিজে রাজার মত দাপট দেখিয়েই জেতে টিম ইন্ডিয়া। কিন্তু মোহালির হারের পর দ্বিপাক্ষক সিরিজে দেশের মাটিতে সিরিজ হারের মুখে দাঁড়ানোর লড়াইয়ে নাগপুরে নামছে রোহিত-রা। 

এশিয়া কাপের আগে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর নাগপুরে বুমরা-র ফেরা প্রায় নিশ্চিত। উমেশ যাদবের পরিবর্তে বুমরা খেলছেন। খবর এমনই। যদিও উমেশ নন, মোহালির পারফরম্যান্স ধরলে হর্ষল প্যাটেলের বাদ পড়ার কথা। কিন্তু টিম ম্যানজমেন্ট বিশ্বকাপের পরিকল্পনায় হর্ষল দারুণভাবে থাকায়, উমেশ বাদ পড়ছেন। টি-২০ বিশ্বকাপে দলে থাকায় রবীচন্দ্রন অশ্বিনকে নাগপুরে খেলতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহালিতে সেভাবে ভাল বল করতে না পারা যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন-মোহালিতে টিম ইন্ডিয়ার পাঁচটা পজেটিভ-নেগেটিভ দিক

নাগপুরে ভারতীয় দল নামছে সিরিজ হারের আশঙ্কা নিয়ে। টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজে হারলে রোহিতরা পুরোপুরি চাপে পড়ে যাবেন। তার ওপর আবার টি-২০ বিশ্বকাপে রোতিহদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান গতকাল করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০ প্লাস তাড়া করে ১০ উইকেটে যেভাবে জেতে তাতে আশঙ্কা বাড়ার কথা। তবে এটাও ঠিক একটা জয় ভারতীয় দলের শরীরী ভাষাকে বদলে দিতে পারে। এখান থেকে সিরিজ জিততে পারলেও এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নেওয়ার ধাক্কাটা সামলে ওঠা যাবে। নাগপুরে আরও একটা জিনিস চিন্তায় রাখছে ভারতীয় দলকে। তা হল নাগপুরের আবহওয়া। কমলালেবুর শহরে এখন বেশ বৃষ্টি হচ্ছে। গতকালের মত আজ, শুক্রবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে বিশ্বকাপের আগে প্রস্তুতির একটা বড় সুযোগ হারবে দুই দল।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার),  অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল/আর অশ্বিন, ভূবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা, হর্ষল প্যাটেল।   

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জোস ইংলিশ, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড  (উইকেটকিপার),  নাথান এলিস, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জোস হ্যাজেলউড।

কখন থেকে শুরু খেলা

ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে নাগপুরে শুরু ম্যাচ

টি-২০তে দুই দলের পরিসংখ্যান-

মুখোমুখি ২৪ বার, ভারত জয়ী ১৩বার, অস্ট্রেলিয়া জয়ী ১০বার, ড্র ১ বার। 

ভারতের মাটিতে- ভারত জয়ী ৪ বার, অস্ট্রেলিয়া জয়ী ৫ বার।

অস্ট্রেলিয়ার মাটিতে- ভারত জয়ী ৭ বার, অস্ট্রেলিয়া জয়ী ৩বার।

নিরপেক্ষ মাটিতে- ভারত জয়ী ২ বার, অস্ট্রেলিয়া জয়ী ২ বার।

RELATED ARTICLES

Most Popular