Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবৃহস্পতিবার যুব সমাজের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার যুব সমাজের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

Follow Us :

নয়াদিল্লি: বিশ্ব যুব দক্ষতা দিবস এবং স্কিল ইন্ডিয়া মিশনের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার যুব সমাজের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার সকালে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

৬ বছর আগে এই দিনেই স্কিল ইন্ডিয়া মিশন চালু করা হয়েছিল। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ৩০-এ অনুষ্ঠান শুরু হবে। দেশের যুব সমাজের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে স্কিল ইন্ডিয়া মিশন চালু হয়েছিল। ২০২২ সালের মধ্যে স্কিল ইন্ডিয়া মিশনের মাধ্যমে ৪০ কোটি মানুষকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতেও যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিএইচইউ আইআইটি স্পোর্টস গ্রাউন্ডের সভাস্থলে আন্তর্জাতিক কো-অপারেশন, কনভেনশন সেন্টার সহ মোট ৭৭টি প্রকল্পের উদ্বোধন করবেন। মোট বরাদ্দ ১৫০০ কোটি টাকা৷ সকাল ১১টা থেকেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বুধবার রাতে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘আগামী প্রজন্মের জন্য আরও উন্নত কাশী শহরকে তৈরি করাই আমাদের লক্ষ্য।’

RELATED ARTICLES

Most Popular