Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকSheikh Hasina India Visit: বাংলাদেশ ভারতের সর্ববৃহৎ বাণিজ্য-সহযোগী, হাসিনার সঙ্গে বৈঠকের শেষে...

Sheikh Hasina India Visit: বাংলাদেশ ভারতের সর্ববৃহৎ বাণিজ্য-সহযোগী, হাসিনার সঙ্গে বৈঠকের শেষে মোদি

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বাংলাদেশকে এশীয় অঞ্চলে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য-সহযোগী বলে বর্ণনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ দ্রুত উন্নতি করেছে। দু দেশের মধ্যে মজবুত সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন মোদি।

অন্যদিকে, হাসিনা বলেন, আজাদি কা অমৃত মহোৎসবে আমি ভারত ও সব ভারতীয় বন্ধুদের অভিনন্দন জানাই। এদিন মোদিকে বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ইংরেজি অনুবাদের একটি বই উপহার দেন বঙ্গবন্ধু-কন্যা।

এদিন ভারত-বাংলাদেশের মধ্যে ৭টি মৌ স্বাক্ষরিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমাদের আলোচনায় মোদিজির দূরদর্শী নেতৃত্বের ভূমিকা প্রশংসনীয় ছিল। ভারত হল বাংলাদেশের সবথেকে কাছের ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশী কূটনীতিতে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন: Sheikh Hasina India Visit: পদ্মার ইলিশ ঢুকল বঙ্গে, হাসিনার ভারত সফরে ভেট বাংলাদেশের

একই সুরে মোদিও বলেন, গত কয়েক বছরে আমাদের পারস্পরিক বোঝাপড়া আরও বেড়েছে। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমরা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার ব্যাপারে জোর দিয়েছি। এছাড়াও আমাদের মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। যা নিয়ে আমরা উভয়েই বিরূপ ফল ভোগ করছি।

RELATED ARTICLES

Most Popular