মেদিনীপুর: দুঃসাহসিক ডাকাতি। লক্ষাধিক টাকার গহনা সহ ৪০ হাজার নগদ লুঠ করার অভিযোগ। এমনকি ডাকাতির শেষে ফ্রিজে থাকা খাবারও খেয়েছে ডাকাতেরা। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ।
আরও পড়ুন: মিল শ্রমিকদের জন্য আন্দোলনে অগ্নিমিত্রা, সঙ্গে সিটু
মেদিনীপুর শহরের ১ নং ওয়ার্ডের তোড়াপাড়া এলাকার বাসিন্দা নীলকমল অট্র, গত মঙ্গলবার তাঁর পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। এরপর রবিবার তাঁরা বাড়ি ফিরে দেখেন, তাদের জমানো অর্থ ও সোনার গহনা চুরি হয়েছে। জানালা ও আসবাব সব ভাঙ্গা অবস্থায় রয়েছে। আলমারির লকার ভেঙে ৪০ হাজার নগদ সহ সোনা ও বাসনপত্র চুরি হয়েছে। এমনকি ফ্রিজে থাকা ভুসিমাল, চিনি, বাদাম, চকলেট খেয়ে ফেলেছে ডাকাতরা। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে সহর জুড়ে।
আরও অন্য খবর দেখুন