Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যকেষ্টর মঙ্গল কামনায় বোলপুরে বিরাট হোম যজ্ঞ

কেষ্টর মঙ্গল কামনায় বোলপুরে বিরাট হোম যজ্ঞ

গরু পাচার মামলার ট্রায়াল শুরুর আগেই অনুব্রতর মঙ্গল কামনায় বিরাট হোম যজ্ঞের আয়োজন করা হল বোলপুরে

Follow Us :

বীরভূম: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ফেব্রুয়ারি মাসেই গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল শুরু হচ্ছে। তার আগেই কেষ্টর মঙ্গল কামনায় বিরাট হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে বোলপুরে (Bolpur)। বোলপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পড়েছে বড় বড় ব্যানার। আয়োজক অনুব্রতর শুভাকাঙ্ক্ষীরা। বিরোধীদের দাবি, সব লুটে খাওয়ার কৌশল। অনুব্রত জেলার উন্নয়নের কান্ডারি, পাল্টা তৃণমূল।

১১ আগস্ট ২০২২ গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রত তিহার জেলে থাকাকালীন তাঁর কন্যা সুকন্যা অভিযোগ করেছিলেন, বাবা নেই তাই কেউ আমাদের খবর রাখে না। অথচ সেই অনুব্রতর মঙ্গল কামনায় এবার হোম যজ্ঞ তৃণমূলের। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত রাঙামাটির জেলার উন্নয়নের কান্ডারি। প্রচুর উন্নয়ন তাঁর হাত ধরে হয়েছে। মানুষ চাইছে অনুব্রত মণ্ডল আবার স্বমহিমায় ফিরে আসুন। মানুষ ধর্মে বিশ্বাসী। তাই কেষ্টর জন্য হোম যজ্ঞের আয়োজন করেছে এমনটাই জানালেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য তথা তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী।

আরও পড়ুন: সাইকেল চালিয়ে গ্রামে বিডিও, তার পরে কী হল? জেনে নিন


প্রসঙ্গত, অনুব্রতর অনুপস্থিতিতে কাজল শেখকে সামনে রেখে বিগত ত্রিস্তর নির্বাচন পার করেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। কাজলকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতিও করেছেন মমতা। তবে কাজল-কেষ্টর দ্বন্দ্ব বীরভূম জেলায় সর্বজনবিদিত। তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনের মুখে কোণঠাসা হয়েছেন কাজল। অনুব্রতকে সামনে রেখে কাজল-বিরোধী তৃণমূলের গোষ্ঠী রাজ্য নেতৃত্বের কাছে আরও প্রশংসা কুড়োতে হোম যজ্ঞের আয়োজন করেছে। এমতাবস্থায় অনুব্রতকে সামনে রেখেই কাজলকে আরও কোণঠাসা করতে চাইছে কেষ্টর বোলপুরের তৃণমূল গোষ্ঠী। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে জেলার রাজনীতি আরও তপ্ত হয়ে উঠছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular