দার্জিলিং: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) আসন্ন, তার আগে দার্জিলিংয়ে বেশ কিছুটা এগিয়ে গেল বিজেপি (BJP)। দার্জিলিং পুরসভার (Darjeeling Municipality) ছ’জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন বিজেপির প্রার্থী রাজু বিস্তা। তিনি জানিয়েছেন, ওই ৬ কাউন্সিলর হলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পেমিলা দর্জি ভুটিয়া, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়া দীক্ষিত, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা থাপা, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা শঙ্কর, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা লামা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণা রাই।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৪)
যোগদানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজু বিস্তা (Raju Bista) লিখেছেন, আমি তাঁদের বিজেপি পরিবারে আন্তরিক স্বাগত জানাই। ভোটার এবং দার্জিলিংয়ের জনগণের স্বার্থে তাঁদের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছি। তাঁদের যোগদান শুধু আমাদের দলকে শক্তিশালী করবে না, দেশের উন্নয়নে সাহায্য করবে। আমি সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিদের অনুরোধ করছি যারা পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস শাসনকে ভেঙে দিতে চায়, অবিচারের রাজনীতিকে নির্মূল করতে চায়, দার্জিলিং পাহাড়, শিলিগুড়ি এবং তরাইয়ের শিশুদের জন্য উজ্জ্বল ভবিষ্যত সুরক্ষিত করার চায়, তাঁরা আসুন, আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হই।
Marking a historic moment, today six Darjeeling Municipality councilors reposing their faith in the leadership of Hon’ble Prime Minister Sh. @NarendraModi ji joined the BJP family.#JoinBJP pic.twitter.com/nfvGJaL0Gl
— Raju Bista (Modi Ka Parivar) (@RajuBistaBJP) April 2, 2024