আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে চা বলয়ের ভোটব্যাঙ্ক বড় ফ্যাক্টর। ভোটের মুখে চা বাগানে জোর প্রচার করছেন তৃণমূল, বিজেপি বাম ও সমস্ত দলের প্রার্থীরা। শনিবার সকাল থেকে চা বাগানে ভোট প্রচার করেন আলিপুরদুয়ার লোকসভা (Alipurduar Lok Sabha) আসনের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা (Manoj Tigga)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)
এদিন আলিপুরদুয়ার লোকসভার বিভিন্ন চা বাগানে গেট মিটিংয়ের মাধ্যমে প্রচার সারলেন মনোজ। আলিপুরদুয়ার লোকসভার গ্ৰাসমোড় চা বাগানে বিটিডব্লিউ-এর পক্ষ থেকে গেট মিটিং করা হয়। তাতে চা বাগানের কয়েকশো শ্রমিক অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে কর্মরত শ্রমিকদের সঙ্গে জনসংযোগ চালান বিজেপি প্রার্থী। প্রার্থীকে পাশে পেয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরেন চা বাগানের শ্রমিকরা।
আরও খবর দেখুন: