skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollসল্টলেকের বিজেপি দফতর ঘুঘুর বাসা, ফের তোপ অনুপমের
Anupam Hazra

সল্টলেকের বিজেপি দফতর ঘুঘুর বাসা, ফের তোপ অনুপমের

Follow Us :

কলকাতা: লোকসভায় বঙ্গ বিজেপির ফল ভয়ঙ্কর খারাপ। নাম না করে বঙ্গ বিজেপির তিন নেতাকে আক্রমণ বিজেপির বহিষ্কৃত নেতা অনুপম হাজরার। সোমবার অনুপম বলেন, রাজ্য বিজেপির সংগঠনের যা অবস্থা ১২টি আসন থেকে ২-এ নেমে না যায়। বঙ্গ বিজেপিতে কাজের থেকে লবিবাজী বেশি চলে। নাম না করে রাজ্য নেতৃত্বেকে কটাক্ষ বিজেপির অনুপমের।

এদিন তিনি আরও বলেন, দায়িত্বে থাকা নেতারা ইয়েসম্যান পছন্দ করে। অমিত শাহ ৩৫টি আসনের টার্গেট দিয়েছিলেন। তৃণমূল বিষয়টি গুরুত্ব হিসেবে নিয়েছে। বঙ্গ বিজেপির নেতারা ছেলেখেলা করেছে বলে ১২টি আসন পেয়েছে। অনুপমের এই মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

আরও পড়ুন: ফের উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার চেষ্টা

একইসঙ্গে অনুপমের মন্তব্য, সল্টলেকে বঙ্গ বিজেপির কার্যালয়ে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। দু-তিনটে ঘুঘু ওখানে সারাদিন, সারা বছর ঠান্ডা ঘরে বসে থাকেন। ওই ঘুঘুগুলোকে সন্তুষ্ট করে জেলার পদে থাকা বিজেপি নেতারা চেয়ার পেয়েছেন। নাম না করে শুভেন্দু, সুকান্ত ও অমিতাভ চক্রবর্তীকে আক্রমণ বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম হাজরার।

তিনি বলেন, ওই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে। তবেই বঙ্গ বিজেপির ভালো ফল হবে। সারা বছর ঘুঘুর বাসায় বসে, এসির হাওয়া খেয়ে সংগঠন হয় না। এখনও বিজেপির বুথ স্তরে কোনও সংগঠন নেই। ৭০ শতাংশ জায়গায় নির্বাচনে বুথ এজেন্ট দিতে পারেনি বিজেপি।

RELATED ARTICLES

Most Popular