Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনির্বাচন কমিশনকে মেসোমশাই বলে নতুন বিতর্কে দিলীপ ঘোষ
Lok Sabha Election 2024

নির্বাচন কমিশনকে মেসোমশাই বলে নতুন বিতর্কে দিলীপ ঘোষ

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর তৃণমূলের, অব্যাহত বিক্ষোভ

Follow Us :

কলকাতা: এবার নির্বাচন কমিশনকে মেসোমশাই বলে কটাক্ষ করলেন দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলার অভিযোগ এনে দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল তৃণমূল। তাদের দাবি, দিলীপের প্রার্থীপদ খারিজ করতে হবে। বুধবার তৃণমূলের এক বড় প্রতিনিধিদল উপ মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে দেখা করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে কমিশন শুক্রবারের মধ্যে দিলীপের জবাব চেয়েছে। তাঁকে শো-কজের চিঠি ধরানো হয়েছে। বিজেপিও দিলীপকে শো-কজ করেছে। এদিকে দিলীপের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর করছে তৃণমূল। চলছে বিক্ষোভও।

বৃহস্পতিবার দিলীপ বলেন, আমার খুব অবাক লাগল যে, একটা চিঠি দিতে মেসোমশাইয়ের কাছে দশজনকে যেতে হয়েছে। কী এমন হয়েছে, সকালে উঠে দল বেঁধে মেসোর কাছে দৌডেছ। তোমরা তো রাস্তাঘাটে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমাদের দলের নেতাদের বিরুদ্ধে যা খুশি তাই বলে বেড়াও। আমরা তো কখনও মেসোমশাইয়ের কাছে গিয়ে বলি না, ওদের কান মুলে দাও। আজকে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করতে পারছ না। তাই নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও ঠিক আছে।

আরও পড়ুন: অমিত মাল্যব্যকে ভার্চুয়ালি জেরা করতে পারবে পুলিশ, নির্দেশ আদালতের

নির্বাচন কমিশনের শো-কজ চিঠি সম্পর্কে বিজেপি প্রার্থী বলেন, আমাদের আইনজীবী সেল বিষয়টা দেখছে। তারা নিশ্চয়ই জবাব দেবে। দলও আমাকে চিঠি দিয়ে শালীনতা বজায় রাখতে বলেছে। আমিও দলের কাছে আমার কথা বলব। তিনি বলেন, যাঁরা কোনও দিন রাজ্যপালের কাছে যেতেন না, তাঁরা এখন রাজনীতির ময়দান ছেড়ে রাজ্যপালের কাছে ছুটে যাচ্ছেন।

দিলীপ স্বীকার করেন, তাঁকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বিতর্ক এই প্রথম হচ্ছে না। আমি সোজা কথা সোজা ভাষায় বলি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত ঝগড়া নেই। তিনি লোককে নানাভাবে বিভ্রান্ত করেন। আমি তার প্রতিবাদ করেছি। এতে কারও আঘাত লাগলে আমি দুঃখিত।
সম্প্রতি নিজের নতুন লোকসভা কেন্দ্রে এক সভায় দিলীপ বলেন, মুখ্যমন্ত্রী কখনও গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। কখনও ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ত্রিপুরার মেয়ে। তিনি আগে ঠিক করুন, তিনি কার মেয়ে। এতবার বাবা বদল করলে হয়? এরপরই তৃণমূল হইহই করে ময়দানে নেমে পড়ে। সোশ্যাল মিডিয়ায় দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন দলের নেতা-মন্ত্রীরা। নির্বাচন কমিশনে যায় তৃণমূল।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular