বর্ধমান: দিলীপ ঘোষ মানেই যেন বিতর্ক। বুধবার প্রচারে ক্যালেন্ডার বিলি করে বিতর্কের ফের মুখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দেখা যায়, গলসির বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে একটি ক্যালেন্ডার বিলি করছেন তিনি। ক্যালেন্ডারে রয়েছে নতুন রামমন্দির ও বালক রামের ছবি।
তিনি নিজেও জানান, পূর্ব পুরুষদের লড়াইয়ের ফলে মন্দির হয়েছে। ক্যালেন্ডার দিয়ে মানুষকে বলছি, দেখতে তো যাবেনই। তার আগে এই ছবি বাড়িতে রাখুন।
এই সুযোগে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস বলেন, আমরা এই ক্যালেন্ডার বিলির অভিযোগ পেয়েছি। এটি নির্বাচনী বিধিভঙ্গে সামিল। দিলীপ বাবু বুঝেছেন ওনার মাটি শক্ত নয়। কাল হয়তো টাকা দেবেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। যাতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার জানান, এ ব্যাপারে অভিযোগ হলে নির্বাচন কমিশন নির্দেশ দিলে তদন্ত করা হবে। তবে এখনও কোনও অভিযোগ আসেনি।