ভাটপাড়া: ভাটপাড়া উৎসব চলাকালীন সময় অস্বাভাবিক মৃত্যু হল কল্যাণীর নৃত্য শিল্পীর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। পরিবারের শোকের ছায়া।
গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ভাটপাড়া উৎসবের মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় নাচের অনুষ্ঠান চলছিল। সেই সময় তিনটি গোষ্ঠীর নিত্য শিল্পীরা পরপর নিত্য প্রদর্শন করতে মঞ্চে উঠছিলেন। মঞ্চে ওঠার জন্য পাশে দাঁড়িয়ে থাকা এক নৃত্যশিল্পী কল্যাণীর বাসিন্দা সজল বারুই হঠাৎই নীচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। কীভাবে তাঁর মৃত্যু হল তা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: আসরে ‘বৃদ্ধ’ লালু, জিতন মাঝির ছেলেকে উপমুখ্যমন্ত্রীর টোপ
হাসপাতালে সংবাদিকদের মুখোমুখি হয়ে ভাটপাড়া পুরসভার পুর পারিষত সদস্য তথা ভাটপাড়া উৎসবের প্রধান উদ্যোক্তা অমিত গুপ্তা জানান, আপাতত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত করলে নিত্য শিল্পীর কীভাবে মৃত্যু হল তা জানা যাবে।
দেখুন আরও অন্যান্য খবর: