Saturday, July 27, 2024

Homeরাজ্যআপ কার্যালয়ের সামনে চড় খেলেন কানহাইয়া কুমার
Kanhaiya Kumar

আপ কার্যালয়ের সামনে চড় খেলেন কানহাইয়া কুমার

তাঁকে মালা পরাতে আসা কিছু ব্যক্তিই সপাটে চড় কষিয়ে দেয়

Follow Us :

নয়াদিল্লি: নির্বাচনের প্রচার করতে গিয়ে চড় খেলেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। যে আসন থেকে লড়ছেন তিনি, সেই উত্তর-পূর্ব দিল্লিতে প্রচারে বেরিয়েছিলেন তিনি। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানাতে আসা কিছু ব্যক্তিই সপাটে চড় কষিয়ে দেয়। এরাই আম আদমি পার্টির (AAP) মহিলা কাউন্সিলর ছায়া গৌরব শর্মার (Chhaya Gaurav Sharma) সঙ্গে অভদ্র আচরণ করে। করতার নগরে আপের কার্যালয়ের ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে শর্মা জানান, দুষ্কৃতীরা তাঁর শাল ছিনিয়ে নেয়, তাঁর স্বামীকে ধরে শাসায় এবং ভিড়ের মধ্যে কালো কালি ছিটিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, কানহাইয়া কুমার করতার নগরে আপের কার্যালয়ে ছায়া শর্মার সঙ্গে দেখা বৈঠক করতে এসেছিলেন। বৈঠকের পর লোকসভা নির্বাচনের প্রার্থীকে বিদায় জানাতে বাইরে আসেন কাউন্সিলর। তখনই সমস্ত ঘটনা ঘটে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

কয়েকজন ব্যক্তি এসে কানহাইয়া কুমারকে একটি ফুলের মালা পরায়। মালা পরানোর পরেই তাঁর গায়ে কালি ছিটিয়ে দেয় এবং তাঁকে মারধর করতে উদ্যত হয়। ছায়া শর্মা বাধা দিতে গেলে তাঁর সঙ্গেও অভব্য আচরণ করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দুই ব্যক্তি এই আক্রমণের দায় স্বীকার করেছে।

ভিডিওতে শোনা গিয়েছে, আক্রমণকারীরা বলছে, “কানহাইয়া কুমার দেশকে ভাগ করার কথা বলে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, আজ তাকে আমরা উচিত শিক্ষা দিয়েছি। যারা দেশকে টুকরো করার কথা বলে তাদের আমরা দিল্লিতে ঢুকতে দেব না।” কলকাতা টিভি ডিজিটাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

ইন্ডিয়া জোটের (INDIA bloc) প্রার্থী কানহাইয়া লড়ছেন বিজেপি (BJP) প্রার্থী মনোজ তিওয়ারির (Manoj Tiwari) বিরুদ্ধে। কানহাইয়া বিবৃতি দিয়েছেন, তিওয়ারিই তাঁকে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। একদা বামপন্থী নেতার দাবি, তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিরক্ত হয়েই গুন্ডা পাঠিয়েছেন বিজেপি প্রার্থী তথা সাংসদ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular