Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMalda Medical College: মালদহ হাসপাতালে রোগীর শরীরের উপরই ইঁদুর-নৃত্য

Malda Medical College: মালদহ হাসপাতালে রোগীর শরীরের উপরই ইঁদুর-নৃত্য

Follow Us :

মালদহ: রোগীর (Patient) মাথায় উঠে নাচছে ইঁদুর। কম্বল জড়িয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে রয়েছেন রোগী (Patient)। কখনও তাঁর পায়ে, কখনও আবার মাথার উপরে উঠে খেলছে ইঁদুর। বিরক্ত হয়ে ইঁদুরটিকে চড়-থাপ্পরও মারছেন তিনি। চড়-থাপ্পর মেরে তাড়িয়ে দিলেও আবার বেডের কাছে চলে আসছে ইঁদুরটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে রোগী ও ইঁদুরের এই ‘দ্বৈরথ’। রোগীর শয্যায় ইঁদুরের দাপাদাপি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

জানা গিয়েছে, মেডিক্যালের মেল মেডিসিন বিভাগের ওয়ার্ডে এক ভবঘুরে রোগী ভর্তি রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। তাঁর শয্যাতেই ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। কখনও গায়ে কখনও মাথায় উঠে যাচ্ছে। এমনকী ইঁদুরকে ধরে তিনি মারছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই মেডিক্যালের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য মেডিক্যাল পৃথক মানসিক বিভাগ থাকা সত্ত্বেও কেন সাধারণ রোগীদের সঙ্গে মানসিক ভারসাম্যহীন ভবঘুরের চিকিৎসা চলছে?

রোগীদের অভিযোগ, পুরনো ভবনের পাশাপাশি মালদহ মেডিক্যাল কলেজের (Malda Medical College) ঝা চকচকে ভবনেও ইঁদুরের (Rat) উপদ্রব ক্রমশ বাড়ছে। মাটিতে কোনও রোগী শুয়ে থাকলে তাঁর গায়ে-মাথায় জাঁকিয়ে বসে ইঁদুর। মাঝে মধ্যে ধাক্কা দিলে অবশ্য তারা নড়াচড়া করে। কিন্তু প্রশাসনের গাফিলতি নিয়ে রীতিমত ক্ষুব্ধ রোগী এবং তাঁদের পরিজনেরা। এক রোগীর আত্মীয় বলেন, “মশার উপদ্রবে দিনের বেলাতেও মেডিক্যালে থাকা যায় না। এখন ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে। রাতের বেলা খাবারে মুখ দিচ্ছে। রোগীদের কামড়ে নিলে সমস্যায় পড়তে হবে।” যদিও সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেডিক্যাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:Howrah Incident: হাওড়ার শ্রীমান নিখোঁজ কাণ্ডে বিচারপতি মান্থা কী কী প্রশ্ন করলেন জেনে নিন

ইঁদুরের উপদ্রব ঠেকাতে ‘পেস্ট কন্ট্রোলের’ জন্য রাজ্যের স্বাস্থ্য ভবনে চিঠি লেখা হয়েছে বলে জানান মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। তিনি বলেন, “ইঁদুরের বিষয়টি সহকারি সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে।” তবে রোগীদের গায়ে উঠছে ইঁদুর, এই বিষয়টি তাঁর জানা নেই বলেও মন্তব্য ছিল পুরঞ্জয়বাবুর। তিনি বলেন, “বিষয়টি জানা নেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখব। হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা তৎপর।”

মালদহ মেডিক্যালে ইঁদুরের উপদ্রবের ছবি আগেও সামনে এসেছে। সম্প্রতি, মর্গে থাকা দেহ ইঁদুরে নষ্ট করে দেওয়ার মতো অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠেছিল মালদহ মেডিক্যাল। মৃতের আত্মীয়েরা দেহ নিতে অস্বীকার করে বিক্ষোভও দেখিয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই এ বার রোগীদের ওয়ার্ডে ইঁদুরের উপদ্রবের ছবি সামনে এসেছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে নতুন উত্তেজনা মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের
00:00
Video thumbnail
BJP | 'EVM নিয়ে অভিযোগ বন্ধ করুন', কংগ্রেসকে আক্রমণ বিজেপির
05:32
Video thumbnail
NIA | ফের পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা খুনের তদন্তে এনআই
08:07
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
CV Ananda Bose | শ্লীলতাহানির অভিযোগে নয়া মোড়, ৩ কর্মীর বিরুদ্ধেই মামলা রুজু পুলিশের
02:59
Video thumbnail
৪টেয় চারদিক | ‘ভোট চলছে, কী করে অমিত শাহ শেয়ারে টাকা ঢালতে বলেন?’ বিধি ভাঙার অভিযোগ মমতার
42:01
Video thumbnail
Weather Update | আবার বৃষ্টি কবে? কোথায় কোথায় হবে? দেখুন ভিডিও
08:53
Video thumbnail
Mamata Banerjee | সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
12:29
Video thumbnail
Suvendu Adhikari | শালবনিতে ভোটপ্রচারে শুভেন্দু অধিকারী
03:13