বীরভূম: কেষ্টহীন বীরভূমে বিজয়রথ অব্যাহত শতাব্দী রায়ের (Satabdi Roy)। রাঙামাটির দেশে চতুর্থবার জয়ী শতাব্দী রায় (Satabdi Roy Win)। এই জয় নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বীরভূম লোকসভা (Birbhum Lok Sabha) কেন্দ্রে 2009 সাল থেকে শুরু করে 2014 সাল, ২০১৯ সালে পর পর জয়ী হয়ে এসেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়৷ অনুব্রত মণ্ডলের গড় হিসাবে পরিচিত এই বীরভূম। বীরভূমের দুটি আসন বোলপুর ও বীরভূম। অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জিতিয়ে আনা একরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। শতাব্দীর এই জয় বুঝিয়ে দিল জেলায় থাকা বা না থাকা সেই অর্থে কোনও ফ্যাক্টরই নয়। রাজনৈতিক মহলের মতে কেষ্টর স্ট্র্যাটেজিতে জয় পেয়েছে তৃণমূল।
আরও পড়ুন: আগামিকাল ইন্ডিয়া জোটের বৈঠক, মমতা নেই, থাকতে পারেন অভিষেক
বীরভূমে অনুব্রতর সঙ্গে শতাব্দীর সম্পর্ক খুব এতটা মধুর নয়। এমনটাই মনে করত রাজনৈতিক মহল। যদিও সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন শতাব্দী। বারবার তিনি বলেছেন, এটাই তাঁর দল। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়া পর বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে জেলার কোর কমিটিতে শতাব্দী রায়ের ক্ষমতা বাড়ে। দায়িত্ব বাড়ে জেলার রাজনীতিতেও। সংগঠনের কাজও বেশ ভালো ভাবেই সামলেছেন। প্রচারে বেরিয়ে একাধিকবার তাঁকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। শেষ হাসি হাসলেন শতাব্দী। অন্যদিকে অনুব্রতকে সামনে রেখেই প্রচার চলেছে সেখানে। জেলাজুড়ে প্রায় সব ব্যানার, হোর্ডিংয়ে দেখা গিয়েছিল অনুব্রতকে। ভোট করানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন অনুগামীরা। অনু্ব্রতর পথে হেঁটেই মিলল সাফল্য। দুটি আসনই নিজেদের দখলে নিল বাংলার শাসকদল। বিপুল ব্যবধানে জয়ী শতাব্দী রায় ও অসিত মাল।
দেখুন ভিডিও