বসিরহাট: প্রায় চার ঘণ্টার বেশি সময় পেরিয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে সাড়ে ৩ লক্ষ ভোটে পিছিয়ে সন্দেশখালির রেখা পাত্র। জয়ের পথে হাজি নুরুল ইসলাম। বসিরহাটের গণনা কেন্দ্রে রেখা পাত্রকে দেখে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গো ব্যাক স্লোগানও দিতে থাকেন তাঁরা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সাময়িকভাবে।
বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্যতম আসন সন্দেশখালি। গত কয়েক মাসে সন্দেশখালি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ রীতিমতো শোরগোল ফেলেছিল গোটা বাংলায়। সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি।