কলকাতা: বালুরঘাট (Balurghat LokSabha) কলেজের গণনাকেন্দ্রের উত্তেজনা। গণনাকেন্দ্রে বহিরাগত ঢোকার অভিযোগ। বিথে বহিরাগতদের ঢোকানো নিয়ে অশান্তি শুরু হয়। গণনাকেন্দ্রের বাইরে বিজেপির কর্মীর সঙ্গে পুলিশের বচসা হয়। গণনাকেন্দ্রের বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। পাশাপাশি বালুরঘাটের ২৫ টি বুথে পুণর্গণনারা (Recount Balurghat) দাবি জানিয়েছে তৃণমূল। ২৫টি বুথের মধ্যে ১০ বুথে পুণর্গণনারা করার সিদ্ধান্ত নেয়। সেই ১০ টি বুথে পুণর্গণনার পর নির্বাচন কমিশনের তরফ ফের জয়ী ঘোষণা করা হয় সুকান্ত মজুমদারকে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে কড়া টক্কর বিজেপি ও তৃণমূল মধ্যে। শেষ পর্যন্ত জয়ী বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukant Majumder)। যদিও গণনা হয়ে যাওয়ার পরেও জেলা প্রশাসন শংসাপত্র দিতে দেরি করছে বলেই দাবি বিজেপি প্রার্থীর। সুকান্তর অভিযোগ, তাঁকে হারানোর চক্রান্ত চলছে। তৃণমূল সাংবাদিক সম্মেলনে বালুরঘাটে তাদের প্রার্থীকে জয়ী হয়েছে বলে ঘোষণা করেছে, তাই প্রশাসনের এই দেরি করার চক্রান্ত।
দেখুন ভিডিও