Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাVande Bharat Express | রাজ্যবাসীর জন্য সুখবর, আরও ২টি বন্দে ভারত এক্সপ্রেস

Vande Bharat Express | রাজ্যবাসীর জন্য সুখবর, আরও ২টি বন্দে ভারত এক্সপ্রেস

Follow Us :

কলকাতা: আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে রাজ্যবাসী। সোমবার পূর্ব রেলের জি এম অরুণ আরোরা ঘোষণা করে বলেন, কলকাতা থেকে পাটনা (Patna), কলকাতা থেকে পুরী (Puri) কিংবা কলকাতা থেকে রাঁচিতে (Ranchi) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চলাচলের প্রস্তাব এসছে। তবে রেলের জমি বহু জায়গায় জবর দখল হয়ে আছে। সেই সমস্যার জন্য বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ গতিবেগে ছুটতে পাচ্ছে না। এখন বন্দে ভারত এক্সপ্রেস ১৩০/১৩৫ কিলোমিটার বেগে ছুটছে। সর্বোচ্চ ১৬০ কিংবা ১৬৫ কিলোমিটার বেগে ছুটতে পারছে না। তার কারণ উল্লেখ করে তিনি বলেন, রেলের জমিতে জবর দখল প্রধান সমস্যা। তবে তিনি আশাবাদী রাজ্য সরকার রেলের জমিতে জবর দখলকারীদের সরানোর ক্ষেত্রে সহযোগিতা করবে। রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে পূর্বরেল এগিয়ে যাচ্ছে। রেলের জমি থেকে জবরদখলকারীদের সরানো গেলে কাঁটা তার দিয়ে রেললাইন মুড়ে ফেলা হবে। সারাদেশে বেশিরভাগ রেললাইন মুক্ত খোলা আকাশের নীচে। সর্বোচ্চ গতিবেগ দিতে সমস্যা আছে।

এদিন তিনি আরও জানান, শিয়ালদহ স্টেশনে দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন একই প্রবেশপথ দিয়ে যাতায়াত করতে হয়। ফলে যাত্রীদের বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয় নানাভাবে। সেই কথা মাথায় রেখে এ বছরেই শুরু হবে দূরপাল্লা যাত্রীদের জন্য আলাদা প্রবেশ পথ ও প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: Mamata Banerjee | নন্দীগ্রামে কোনও আঁচড় লাগেনি বাবুর গায়ে, নাম না করে শুভেন্দুকে কটাক্ষ মমতার

এছাড়া বেশ কিছু স্টেশন অত্যাধুনিক মানের গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ব্যান্ডেল, ডানকুনি, আসানসোল সহ বেশ কিছু রেলস্টেশনকে অত্যাধুনিক মানে গড়ে তোলার জন্য টেন্ডার ডাকার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

প্রত্যেকদিন ১৬ কিলোমিটার করে নতুন রেল লাইন পাতা হচ্ছে। এই পরিকাঠামো উন্নয়নের জন্য মাসে কুড়ি হাজার কোটি টাকা খরচ হচ্ছে। গত তিন বছর সিগন্যালের কোনও সমস্যা হয়নি। এর ফলে কোনও দুর্ঘটনা হয়নি। এটা একটা বড় সফলতা। পণ্য পরিবহণ ও যাত্রী পরিবহণের ক্ষেত্রেও বেশ উন্নয়ন ঘটানো হয়েছে কোচগুলোতে বলেও জানান পূর্ব রেলের জিএম।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ ডিসেম্বর, ২০২২) পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব ৫৫৬ কিলোমিটার। সাড়ে সাত ঘণ্টায় এই দূরত্ব অতিক্রম করে বন্দে ভারত। সেখানে শতাব্দী এক্সপ্রেসে (Shatabdi Express) গেলে সময় লাগছে ৮ ঘণ্টা ২০ মিনিট। নতুন বছরে রেলের তরফে বাংলাকে নতুন উপহার দেওয়া হলেও, ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু হয়েছে। সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেসের প্রচুর সিট খালিই থাকছে। পাশাপাশি শতাব্দী এক্সপ্রেস ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন মহলের অভিযোগ উঠছে, বন্দে ভারতকে প্রচার দেওয়ার জন্য এটা একটা কারসাজি। পাশাপাশি শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে বর্ধমানে এই ট্রেন দাঁড়াবে। ফলে আধঘণ্টা সময় বেড়ে গিয়েছে শতাব্দী এক্সপ্রেসের। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Turning Point | ছাত্র-ছাত্রীদের হতাশা কমাতে নয়া উদ্যোগ, বাজারে এল 'টার্নিং পয়েন্ট' অ্যাপ
02:11
Video thumbnail
Arjun Singh | 'সন্দেশখালিকাণ্ডে পার্থ ভৌমিকের যোগ রয়েছে', এক্স হ্যান্ডলে অভিযোগ অর্জুন সিংয়ের
02:27
Video thumbnail
Sandeshkhali | কে এই আবু তালেব? কীভাবে উত্থান?
03:00
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:58
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে?
01:05:38
Video thumbnail
Loksabha Election 2024 | দ্বিতীয় দফায় ৩ কেন্দ্র থেকে গড়ে ৫ শতাংশ ভোট কম পড়েছে
01:59
Video thumbnail
Subhas Sarkar | সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে FIR, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
03:26
Video thumbnail
Hasnabad | হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল, রিপোর্ট এলে জানা যাবে বিস্ফোরণের কারণ
02:49
Video thumbnail
Purulia | বিয়ে বাড়ি যাওয়ার পথে উল্টে গেল পিক আপ ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু ২ আহত প্রায় ৩০
03:12
Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27