
কোচবিহার: দিনহাটা (Dinhata) নিগম নগর এলাকায় দলীয় কর্মসূচি ছেড়ে আসার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanick) দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী সমর্থকরা। ঘটনার জেরে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র (Dhiman Mitra) সহ আহত একাধিক। আহতরা এই মুহূর্তে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: হুগলি লোকসভা কেন্দ্রে হেভিওয়েট দুই প্রার্থীর জমজমাট লড়াই
তৃণমূলের অভিযোগ, আজ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) জন্মদিন ছিল। জন্মদিন পালন করার জন্য দিনহাটা চৌপতি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী প্রচারকার্য ছেড়ে যখন সেই রাস্তা দিয়ে আসেন তখন তাঁর নিরাপত্তা রক্ষীরা আচমকাই তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। আর তার ফলেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বাঁধে জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের। সংঘর্ষ রুখতে গিয়ে পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হন। এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে দিনহাটা এলাকা।
দেখুন অন্য খবর: