Placeholder canvas

Placeholder canvas
HomeScrollশান্তিনিকেতনে বসন্ত উৎসব পালনে ফের বিতর্কে বিশ্বভারতী
Visva Bharati University

শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালনে ফের বিতর্কে বিশ্বভারতী

Follow Us :

বোলপুর: চৈত্রের গরমের প্রবল দাবদাহে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করে ফের বিতর্কের মুখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অকাল বসন্তে নিন্দার ঝড় নানান মহলে। চলতি বছর ২৫ মার্চ পড়েছিল দোলযাত্রা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে দোলের দিন আজীবনকাল হয়ে এসেছে বসন্ত উৎসব পালন। কিন্তু এবছরও নির্ধারিত সময় দোলের দিন বসন্ত উৎসব করেনি বিশ্বভারতী। পরিবর্তে চৈত্রের প্রবল গরমের দাবদহে, শান্তিনিকেতনে অনুষ্ঠিত হচ্ছে অকাল বসন্ত উৎসব। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বালক পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ সালে খেলার ছলে উৎসবের সূচনা হলেও পরবর্তীকালে রবীন্দ্রনাথ বসন্ত উৎসবকে প্রকৃত রূপ দেন। শান্তিনিকেতনের প্রাক্তনী, আশ্রমিক, পড়ুয়াদের মতে রবীন্দ্রনাথের বসন্ত উৎসবের ভাবনা, ঋতুরাজ বসন্তকে বন্দনা করা। শান্তিনিকেতনে বসন্তকালে প্রকৃতি গাছ-গাছালি ফুলেফলে পাতায় বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে কবিগুরুর শান্তিনিকেতন। পলাশ ফুলে, ফাগুন বৌ তাদের রঙের ডালা নিয়ে বসে থাকেন শান্তিনিকেতনে। এ যেন এক অন্য রঙিন পরিবেশ। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতেই বসন্ত উৎসবের উদযাপন।

আরও পড়ুন: ইদে ভিজতে পারে একাধিক জেলা, জারি হলুদ সতর্কতা

এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে প্রধান দুটি উৎসব পৌষমেলা ও বসন্ত উৎসব। যেখানে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান। কিন্তু বিশ্বভারতীর অবহেলায় এবারেও তারা শান্তিনিকেতন পৌষমেলা করেনি। বসন্ত উৎসবও দোল পূর্ণিমার দিন বন্ধ করে দিয়েছে।

বিশ্বভারতী সূত্রের খবর, চলতি বছর এপ্রিল মাসের ১০ তারিখ বিজ্ঞপ্তি জারি করে বসন্ত উৎসব পালন করার দিনক্ষণ ঘোষণা করে। সেইমতো বুধবার সকালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করা হয়। ভোরবেলায় বৈতালিক, বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, অধ্যাপক, কর্মী সকলের সমবেত হয়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন। সকাল সাড়ে ৬টায় শুরু হয় মূল অনুষ্ঠান। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রথম বসবাসযোগ্য বাড়ি শান্তিনিকেতন গৃহ থেকে শুরু হয় শোভাযাত্রা। এরপর গৌড় প্রাঙ্গণের মূলমঞ্চে শুরু হয় বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান। সেখানেই রবীন্দ্র নৃত্যে, গানে ঋতুরাজ বসন্তকে আহ্বান জানান সকলে।

রবীন্দ্রনাথের আমল থেকেই বুধবার শান্তিনিকেতনে বিশেষ মন্দিরে উপাসনা হয়ে থাকে। কিন্তু এ বছর অকাল বসন্ত উৎসব পালন করায় বিশ্বভারতীর ইতিহাসে আরও একবার বুধবারের সাপ্তাহিক মন্দির অনুষ্ঠান বন্ধ রাখা হল। খুব স্বাভাবিকভাবেই আবারও একবার বিতর্কের মুখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular