Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBangla vs Jharkhand: সেঞ্চুরি মনোজের, টানা দ্বিতীয়বার রনজি সেমিফাইনালে বাংলা

Bangla vs Jharkhand: সেঞ্চুরি মনোজের, টানা দ্বিতীয়বার রনজি সেমিফাইনালে বাংলা

Follow Us :

বাংলার ব্যাটারা সেমিফাইনাল ম্যাচের আগে চুটিয়ে ব্যাটিং সেরে নিল। দুটি ইনিংস মিলিয়ে মোট ৯৯১ রান তুলেছে। ১৪ টি উইকেট বিপক্ষের বোলাররা নিয়েছে। ম্যাচের সেরা হয়েছেন রনজিতে চতুর্থ ম্যাচ খেলা সুদীপ ঘরামি (১৮৬,৫)। বাংলার আরও দু’জন ব্যাটার এই ম্যাচে সেঞ্চুরি করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারলেন। অনুষ্টুপ মজুমদার (১১৭,৩৮) এবং মনোজ তিওয়ারি(৭৩,১৩৬)। এছাড়া বাকি ৬ জন ব্যাটার ৫০ রানের ইনিংস খেলেছেন। পাঁচ দিনের ম্যাচে মিমাংসা হয়নি ঠিকই, ম্যাচ ড্র হয়েছে। বাংলা প্রথম ইনিংসে রানের দৌড়ে ম্যাচে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে পৌঁছে গেল। এবার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। এই দল কোয়ার্টার ফাইনাল পঞ্জাবকে ১০ উইকেটে সরাসরি হারিয়ে সেমি ফাইনালে উঠেছে। ১৪ জুন থেকে বাংলা-মধ্যপ্রদেশের লড়াই।

ম্যাচের ভাগ্য কি তা তৃতীয়দিন শেষেই ঠিক হয়ে যায়। অপেক্ষা ছিল শুধু সরকারিভাবে তা ঘোষণার। প্রথম ইনিংসে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্সে ভর করে সাত উইকেটের বিনিময়ে ৭৭৩ রান করেছিল বাংলা। বাংলার নয় ব্যাটারই হাফ সেঞ্চুরি করে একটি বিশ্বরেকর্ড গড়েছিলেন। পাল্টা জবাবে মাত্র ২৯৮ রানে সকলে আউট হয়ে যায় ঝড়খণ্ড। ৪৭৫ রানের লিড নিয়ে এমনিই জয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল অরুণ লালের ছেলেরা। তবে সেমির আগে ব্যাটিং অনুশীলন সেরে নিতে বিপক্ষকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাট করতে নামে বাংলা। লাভই হয়। শেষদিনে বাংলার হয়ে অনবদ্য ১৩৬ রানের ইনিংস খেলেন মন্ত্রী-ক্রিকেটার মনোজ তিওয়ারি। এ মরশুমে এটি তাঁর প্রথম রঞ্জি শতরান।

১৩৬ রানে মনোজ রান আউট হওয়ার পরেও, পঞ্চম দিনে লাঞ্চের পরে ঘণ্টাখানেকের একটু বেশি সময় বাংলা ব্যাট করে । তবে অনুকুল রায়ের বলে অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৪৬ রানে আউট হতেই ইনিংস শেষ ঘোষণা করে দেয় বাংলা। ৭৯৩ রানে বাংলা এগিয়ে থাকায় স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডের সরাসরি ম্যাচ জেতার আর কোনও সুযোগ ছিল না। তাই এরপরই একমত হয়ে শেষ করে দেয় ম্যাচ।

দ্বিতীয় ইনিংসে ব্যর্থ (৫)হলেও প্রথম ইনিংসে ১৮৬ রানের অনবদ্য ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন সুদীপ ঘরামি। কোয়ার্টার ফাইনালের বাকি তিনটি ম্যাচ আগেই শেষ হয়ে গিয়েছিল। বাংলা-ঝাড়খণ্ড ম্যাচ শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত হয়ে গেল সেমিফাইনালের সূচি। সেমিতে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে গতবারের রঞ্জি ফাইনালিস্ট বাংলা। মধ্যপ্রদেশ পঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে। ১৪ জুন থেকে বেঙ্গালুরুর আলুরে শুরু হবে সেই ম্যাচ। অপর সেমিতে মুম্বই (৭২৫ রানে উত্তরাখন্ডকে হারিয়ে)মুখোমুখি হবে উত্তরপ্রদেশের (৫ উইকেটে কর্ণাটককে হারিয়ে)। সব ম্যাচই হচ্ছে ব্যাঙ্গালোরে।

বাংলার এমন লড়াইয়ের পর দলকে আরও অনুপ্রাণিত করতে পৌঁছে গিয়েছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তিনি দলের সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সামনে আরও কঠিন লড়াই। দল যা খেলছে, চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা। গোটা বাংলা দলকে ফুলের বোকে দিয়ে অভিনন্দন জানান।

ছবি: সৌ-টুইটার, সিএবি।

RELATED ARTICLES

Most Popular