Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকEBay Layoff: ক্ষতির মুখে সংস্থা, ৫০০ কর্মী ছাঁটাই ইবে-র

EBay Layoff: ক্ষতির মুখে সংস্থা, ৫০০ কর্মী ছাঁটাই ইবে-র

Follow Us :

সান ফ্রান্সিসকো: কর্মী ছাঁটাই অব্যাহত। এবার কর্মী ছাঁটাই হতে চলেছে ই-কমার্স (E-Commerce) সংস্থা ইবে ইনকর্পোরেটেডে (EBay Inc.)। সূত্রে খবর, প্রায় ৫০০ কর্মী বা ৪ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে ওই সংস্থা। কারণ হিসেবে করোনা অতিমারির উত্থানের পর ই-কমার্সের ধীর গতির বিক্রির মুখোমুখি হয়েছে। এর ফলে সংস্থাটি ক্ষতির মুখে পড়েছে বলে জানা গিয়েছে।

ইবে ইনকর্পোরেটেড (EBay Inc) প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি ইয়ানোন (Jamie Iannone) মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, বিশ্বের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই কর্মী ছাঁটাই করা হয়েছে। অতিমারির পর থেকেই ই-কমার্সের সংস্থাগুলি ক্ষতির মুখ দেখছে। তাই আর্তিক স্বচ্ছলতার জন্য কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে একাধিক সংস্থা। সেই পথেই হাঁটল এবার ইবে।

আরও পড়ুন:  Extra Ordinary Aadi Swarupa: একইসঙ্গে একাধিক ভাষা দুই হাতে সমানে লিখতে পারেন আদি স্বরূপা

ব্লুমবার্গ ইন্টেলিজেন্স বিশ্লেষক পুনম গোয়েল (Poonam Goyal) এবং অ্যাবিগেইল গিলমার্টিন (Abigail Gilmartin) এক বিবৃতিতে বলেছেন, কাজের পরিমাণ কমানোর ফলে কাজকর্ম আরও সহজ হবে। নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। কিন্তু অতিমারির কারণে ই-কমার্সে বিক্রির হার অনেকটাই কমেছে। সাধারণ মানুষের ভ্রমণ এবং খাবারের প্রতি বেশি ঝোঁক বেড়েছে। বিষে।জ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্তাগুলির রাজস্ব প্রায় ৬ শতাংশ কমে ২.৪৬ ডলার বিলিয়ন হয়েছে।

RELATED ARTICLES

Most Popular