Placeholder canvas

Placeholder canvas
HomeOpposition Unity | দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করবে কংগ্রেস, জোটে যোগ দেওয়া নিয়ে...
Array

Opposition Unity | দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করবে কংগ্রেস, জোটে যোগ দেওয়া নিয়ে আপের কোর্টে বল

Follow Us :

নয়াদিল্লি: বেঙ্গালুরুতে জোট বৈঠকের আগের দিন শাঁসেজলে ফুলে উঠল বিরোধী ঐক্যের ছবি। রবিবার কংগ্রেস জানিয়ে দিল, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা দিল্লি অর্ডিন্যান্সকে সমর্থন করি না। দেশের সর্বপ্রাচীন দলের এই সিদ্ধান্তের পরপরই আম আদমি পার্টিও ঠিক করেছে যে, তারা আগামিকাল ও পরশুর বিরোধী ঐক্যের টেবিলে বসবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দলের বৈঠকের শেষে।

এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, তিনি আশা করেন আপ বিরোধীদের বৈঠকে আসবে। দিল্লি অর্ডিন্যান্স নিয়ে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা কেন্দ্রীয় সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিনষ্টকারী পদক্ষেপের বিরোধী। বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের শাসন চালানোর চেষ্টার বিরোধিতা করবে কংগ্রেস। শুধু দিল্লি অর্ডিন্যান্স বলেই নয়, বেণূগোপাল বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পিছন থেকে ছুরি মারা, রাজ্যপালকে দিয়ে রাজ্যের বিষয়ে নাক গলানো আমরা সমর্থন করি না। একইভাবে দিল্লি অর্ডিন্যান্সকেও আমরা সমর্থন করছি না।

আরও পড়ুন: Sukanta Majumdar | Government | ঘাসফুলে কী এবার অপারেশন কমল? কী ইঙ্গিত দিলেন সুকান্ত

কংগ্রেসের এই মতের পরই অরবিন্দ কেজরিওয়ালের পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডা টুইটে বলেন, কংগ্রেস দিল্লি অর্ডিন্যান্সের বিরুদ্ধে দ্ব্যর্থহীন বিরোধিতার কথা ঘোষণা করেছে। এটা একটা ইতিবাচক দিক। যদিও এদিন আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্য, আপের যে বিষয়ে আপত্তি ছিল, সেই দুর্যোগের মেঘ কেটে যাওয়ায় বিরোধী জোট আরও অক্সিজেন পেল তা নিঃসন্দেহ। এবার বল পুরোপুরি আপের কোর্টে।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে আগামিকাল, সোমবার সোনিয়া গান্ধীর ডাকা বিরোধী জোটের নৈশভোজে উপস্থিত থাকতে পারবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ১৮ জুলাই কংগ্রেসের ডাকে দ্বিতীয় মহামন্ত্রণা সভায় পুরোদস্তুর মধ্যমণি হয়ে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্তত ২৪টি বিজেপি বিরোধী দল এই সভায় হাজির থাকবে বলে সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গে হেলিকপ্টারে চোট পাওয়া মমতার পায়ে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার জন্য নৈশভোজে তিনি যেতে পারছেন না বলে তৃণমূল সূত্র জানিয়েছে। যদিও তাঁর প্রতিনিধি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভা সদস্য ডেরেক ও’ব্রায়েন নৈশভোজে যাবেন।

উল্লেখ্য, এর আগে পাটনায় বিরোধীদের প্রথম বৈঠকে এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, মুসলিম লিগ, কেরালা কংগ্রেস জোসেফ এবং কেরালা কংগ্রেস মণি গোষ্ঠী ছিল না। এবার বেঙ্গালুরু বৈঠকে তারাও থাকবে বলে কথা দিয়েছে। অসুস্থ শরীরেও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব বেঙ্গালুরুতে যাবেন বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53