Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsসুড়ঙ্গ ধসেও আদানি-যোগ? জবাব দিল কোম্পানি

সুড়ঙ্গ ধসেও আদানি-যোগ? জবাব দিল কোম্পানি

Follow Us :

নয়াদিল্লি: উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে সুড়ঙ্গ ধসের (Uttarkashi Tunnel Colapse) সঙ্গে আদানি গোষ্ঠীর (Adani Group) কোনও যোগ নেই। কোম্পানির তরফে সোমবার এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। সুড়ঙ্গ ধস নিয়ে সোশ্যাল মিডিয়ায় আদানি গোষ্ঠীর নাম জড়িয়ে বিভিন্ন পোস্ট চলছে কয়েকদিন ধরে। তার পরিপ্রেক্ষিতেই কোম্পানির তরফে এদিন তার তীব্র নিন্দা করে বিবৃতি প্রকাশ করা হয়।

উত্তরকাশীর সুড়ঙ্গ নির্মাণের সঙ্গে আদানিদের যোগাযোগ রয়েছে এমন অভিযোগ তুলে আঙুল তোলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দিকেই। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যে, নির্মাণকারী সংস্থার মালিক গৌতম আদানি (Gautam Adani) গোষ্ঠী।

আরও পড়ুন: উত্তরকাশীতে বৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে

কোম্পানির তরফে সোমবার বিবৃতিতে বলা হয়েছে, উত্তরাখণ্ডের দুর্ভাগ্যজনক সুড়ঙ্গ ধসের সঙ্গে আমাদের যোগ রয়েছে বলে একটি জঘণ্য প্রচার চলছে। এটা আমাদের নজরে এসেছে। আমরা এই ধরনের প্রচারের এবং যারা এর পিছনে রয়েছে, তাদের তীব্র নিন্দা করছি। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে, জোর দিয়ে বলা হচ্ছে সুড়ঙ্গ নির্মাণের সঙ্গে আদানি গোষ্ঠী কিংবা তার কোনও সহযোগী সংস্থার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওরকম যোগ নেই। আমরা এও স্পষ্ট জানাতে চাই, সুড়ঙ্গ নির্মাণের সঙ্গে জড়িত কোম্পানির মালিকানা বা শেয়ারও আমাদের নেই।

উল্লেখ্য, চারধাম প্রকল্পের (Chardham Project) অন্তর্গত উত্তরকাশী সুড়ঙ্গ তৈরির বরাত পেয়েছে হায়দরাবাদের নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। সি ভি রাওয়ের মালিকানাধীন নবযুগ গ্রুপের অধীনে রয়েছে এই সংস্থা। কিন্তু, গত কয়েকদিন ধরে সুড়ঙ্গ ধসের নেপথ্যে আদানি গোষ্ঠীর হাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী লিখেছিলেন, উত্তরাখণ্ডের এই সুড়ঙ্গ কোন বেসরকারি কোম্পানি তৈরি করেছিল? যখন এই সুড়ঙ্গ ধসে পড়ে তখন কে এই কোম্পানির শেয়ার হোল্ডার ছিল? তাদের একজন কি আদানি গোষ্ঠী? আমি জানতে চাইছি, দাবি করছি না।

আর একজন লেখেন, যদি সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে আমরা ১৫ দিনেও পৌঁছাতে না পারি, তাহলে চাঁদে পৌঁছে কী লাভ হল? যে সুড়ঙ্গ ধসে পড়েছে তা নবযুগ লিমিটেড তৈরি করেছিল। ২০২০ সাল থেকে যার মালিক গৌতম আদানি। কেন এখনও পর্যন্ত মোদি সেখানে পরিদর্শনে গেলেন না! কেউ কেউ লিখেছেন, আগে দুটি কোম্পানি এক থাকলেও সম্প্রতি তারা পৃথক অস্তিত্ব নিয়ে চলছে। এসবেরই জবাব দিল এদিন আদানি গোষ্ঠী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular