Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsজাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

Follow Us :

টোকিও: বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৬। সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র রাশিয়া এবং উত্তর কোরিয়ার একাংশেও সুনামি সতর্কতা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সমুদ্র উপকূলবর্তী মানুষকে যত দ্রুত সম্ভব উঁচু এলাকা বা বাড়িতে আশ্রয় নিতে বলেছেন। প্রশাসনের তরফে বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।

সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিন সকলে যখন সৈকতে উৎসবে মেতেছিলেন, তখন দুপুরের ঠিক পরেই থরথর করে কেঁপে ওঠে উপকূলবর্তী এলাকা। উত্তর-মধ্য জাপানের ইশিকাওয়া, নাইগাতা এবং তোয়ামায় সুনামি সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে ৫ মিটার অর্থাৎ সাড়ে ১৬ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।

আরও পড়ুন: চারটে এমএ, পিএইচডি করেও ভ্যানে সবজি বেচেন সন্দীপ

রয়টার্সের খবর অনুযায়ী, ইশিকাওয়া এলাকায় বেশ কিছু বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সম্পূর্ণ উল্টোদিকের উপকূল, রাজধানী টোকিওতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular