HomeBig newsইজরায়েল-হামাস যুদ্ধবিরতি, ৫০ বন্দির মুক্তি-চুক্তি

ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি, ৫০ বন্দির মুক্তি-চুক্তি

চারদিন গাজায় হানাদারি বন্ধ

Follow Us :

গাজা: প্যালেস্তাইনের (Palestine) গাজায় (Gaza) দেড় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতিতে (Ceasefire Deal) বড় অগ্রগতি হয়েছে। ইজরায়েলের (Israel) মন্ত্রিসভা চার দিনের বেশি সময়ের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে। কাতার (Qatar) এ প্রস্তাবে মধ্যস্থতা করেছে। আজ, বুধবার যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের এ খবর জানা গিয়েছে।

পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইজরায়েলের মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৫০ জনের মতো পণবন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আপাতত বন্ধ রাখবে ইজরায়েল।

আরও পড়ুন: তাজপুর বন্দর নিয়ে নতুন টেন্ডার আহ্বান মমতার

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, যুদ্ধবিরতির এই প্রস্তাব অনুযায়ী, ইজরায়েলের জেলে বন্দি থাকা কয়েকজন প্যালেস্তিনীয়কে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামদাহ সালহুত বলেন, আমরা এখনও যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদিত নথি হাতে পাইনি। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ভোটাভুটির পর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ইজরায়েল জানায়, ওই হামলায় প্রাণ হারান ১ হাজার ২০০ জনের বেশি মানুষ। আর ২৪০ জনের মতো মানুষকে বন্দি করে নিয়ে যায় হামাস। যুক্তরাষ্ট্র, ইজরায়েল, জার্মানিসহ বেশ কিছু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় প্যালেস্তাইনে ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর বেশিরভাগই শিশু ও নারী। উদ্বাস্তু হয়েছেন ১০ লাখের বেশি প্যালেস্তিনীয়। অবরুদ্ধ গাজায় চরম খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, জ্বালানি সংকট দেখা দিয়েছে।

এর মধ্যে গত সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইজরায়েল ও হামাস একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর আওতায় হামাসের হাতে থাকা কিছু বন্দিকে মুক্তি দেওয়া হবে। ইজরায়েল গাজায় হামলা কয়েক দিনের জন্য বন্ধ রাখবে। পরে কাতারে বসবাসরত হামাসের নেতা ইসমাইল হানিয়া টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে নতুন উত্তেজনা মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের
00:00
Video thumbnail
BJP | 'EVM নিয়ে অভিযোগ বন্ধ করুন', কংগ্রেসকে আক্রমণ বিজেপির
05:32
Video thumbnail
NIA | ফের পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা খুনের তদন্তে এনআই
08:07
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
CV Ananda Bose | শ্লীলতাহানির অভিযোগে নয়া মোড়, ৩ কর্মীর বিরুদ্ধেই মামলা রুজু পুলিশের
02:59
Video thumbnail
৪টেয় চারদিক | ‘ভোট চলছে, কী করে অমিত শাহ শেয়ারে টাকা ঢালতে বলেন?’ বিধি ভাঙার অভিযোগ মমতার
42:01
Video thumbnail
Weather Update | আবার বৃষ্টি কবে? কোথায় কোথায় হবে? দেখুন ভিডিও
08:53
Video thumbnail
Mamata Banerjee | সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
12:29
Video thumbnail
Suvendu Adhikari | শালবনিতে ভোটপ্রচারে শুভেন্দু অধিকারী
03:13