skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeT20 World Cupলখনউর বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশ কেমন হবে?
Kolkata Knight Riders

লখনউর বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশ কেমন হবে?

আইপিএলে এখনও পর্যন্ত তিন বার দেখা হয়েছে দু’দলের

Follow Us :

কলকাতা: রবিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর (Kolkata Knight Riders)। জয়ের হ্যাটট্রিকের পরে চতুর্থ ম্যাচে হারতে হয়েছে কলকাতাকে। আইপিএল পয়েন্টস টেবল দেখাচ্ছে, কেকেআরের নীচে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। আবার নাইটদের বিরুদ্ধে লখনউর সাফল্যের হার শতকরা একশো শতাংশ।

আইপিএলে এখনও পর্যন্ত তিন বার দেখা হয়েছে দু’দলের। তিন বারই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর গত বছর পর্যন্ত ছিলেন লখনউয়ের সঙ্গে। এ বার কেকেআরের মেন্টর। তবে গম্ভীর বলে রাখলেন, ‘‘রবিবার নতুন দিন, নতুন লড়াই। অতীত নিয়ে ভেবে লাভ নেই।’’

আরও পড়ুন: কলকাতার বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে খেলবে লখনউ

এবার দেখে নেওয়া যাক লখনউর বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশ কেমন হতে পারে-

১) রহমতুল্লা গুরবাজ: ফিল সল্ট আগের ম্যাচে রান পাননি। কিন্তু তার আগের তিন ম্যাচে ভাল খেলেছেন। তবে এবার গুরবাজকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

২) সুনীল নারিন: ব্যাটার হিসেবে দুর্দান্ত ফর্মে রয়েছেন নারিন। তাই তিনি যে ওপেন করবেন একথা বলাই যায়।

৩) অঙ্গকৃশ রঘুবংশী: ডেবিউর পরে দু’ম্যাচে ভাল খেলেছেন। তাই তিনি ওয়ান ডাউন নামবেন ধরে নেওয়া যায়।

৪) বেঙ্কটেশ আইয়ার: ছন্দে রয়েছেন। তাই টিম ম্যানেজমেন্ট বেঙ্কটেশকে সুযোগ দেবে।

৫) শ্রেয়স আইয়ার: ম্যানেজমেন্ট চাইবে রবিবার শ্রেয়সের ব্যাট থেকে যেন বড় ইনিংস আসে।

৬) মণীশ পাণ্ডে: লখনউয়ের বোলিং আক্রমণ বেশ ভাল। তাদের স্পিন আক্রমণ সামলাতে মণীশকে দেখা যেতে পারে প্রথম একাদশে। বাদ পড়তে পারেন রমনদীপ সিংহ।

৭) রিঙ্কু সিংহ: অটোমেটিক চয়েস। তবে আগের ম্যাচে ভাল ব্যাট করতে পারেননি।

৮) আন্দ্রে রাসেল: চলতি মরসুমে অলরাউন্ড পারফর্ম করছেন আন্দ্রে রাসেল। তাই তিনি প্রথম একাদশে থাকবেনই।

৯) মিচেল স্টার্ক: এখনও ছন্দে নেই মিচেল স্টার্ক। তবে ঘরের মাঠে টিম ম্যানেজমেন্ট তাঁকে সুযোগ দিতে চাইবে।

১০) বৈভব অরোরা: হর্ষিত রানা না থাকায় আরও এক বার কেকেআরের হয়ে নতুন বল হাতে দেখা যাবে বৈভবকে।

১১) বরুণ চক্রবর্তী: ইডেনে ফর্মে ফিরতে চাইবেন বরুণ। কারণ, এখনও তিনি ফর্মে নেই।

১২) চেতন সাকারিয়া (ইমপ্যাক্ট প্লেয়ার): বাঁ হাতি পেসার। পরিস্থিতি অনুযায়ী তাঁকে খেলাতে পারে নাইট ম্যানেজমেন্ট।

দেখুন স্টেডিয়াম বুলেটিন:

RELATED ARTICLES

Most Popular