কলকাতা: পয়লা বৈশাখ অর্থাৎ রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (LSG)। গত বছরের আইপিএলে এই ম্যাচ সবুজ-মেরুন জার্সি পরে নেমেছিল লখনউ। রবিবারও তাই করতে চলেছেন কে এল রাহুলরা (KL Rahul)। ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সে কথা ঘোষণা করে দেওয়া হয়েছে।
এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তিনিই আবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) প্রধান মালিক। কলকাতা শহরে খেলা, তাই মোহনবাগানের জার্সির রংয়ে নামতে চলেছে তাঁর দল। শনিবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়া পোস্টে ইংরেজিতে লেখা হল, বড় ম্যাচের জন্য নতুন রং। তারপর বাংলায় লেখা, কাল দেখা হবে। আর রাহুল, ক্রুনাল পান্ডিয়া, নিকোলাস পুরানদের ছবির মাঝে ইংরেজিতে লেখা, কলকাতা, শিগগিরই দেখা হচ্ছে।
আরও পড়ুন: নিজের শট দেখে নিজেই হেসে খুন ঋষভ পন্থ!
New colours for a big game! ?♥️
কাল দেখা হবে ? pic.twitter.com/gi8NP9dW3n
— Lucknow Super Giants (@LucknowIPL) April 13, 2024
চার ম্যাচের তিনটে জিতে ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে কেকেআর। এলএসজি-র পয়েন্টও ছয় কিন্তু তারা একটা ম্যাচ বেশি খেলেছে। তাছাড়া নেট রান রেটে অনেক পিছনে থাকায় লখনউ চার নম্বরে। পয়লা বৈশাখের ম্যাচে যে জিতবে সেই পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকবে। প্রসঙ্গত, গত বছর এই ম্যাচে ৩৩ বলে ৬৭ করেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh), কিন্তু মাত্র এক রানের জন্য হেরে যায় কলকাতা।
এদিকে লখনউ যে দলের জার্সির রংয়ে খেলতে নামবে সেই মোহনবাগানের অগ্নিপরীক্ষা সোমবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেদিন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আইএসএল লিগ-শিল্ড জয়ের লক্ষ্যে নামবেন শুভাশিস বসুরা। মুম্বই ড্র করলেই চ্যাম্পিয়ন, কিন্তু বাগানকে জিততেই হবে।
দেখুন অন্য খবর: