Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAnubrata Mondal: গরুপাচার কাণ্ডে ৮ দিনের সিবিআই হেফাজত অনুব্রতর দেহরক্ষী সায়গলের

Anubrata Mondal: গরুপাচার কাণ্ডে ৮ দিনের সিবিআই হেফাজত অনুব্রতর দেহরক্ষী সায়গলের

Follow Us :

দুর্গাপুর: গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। আগামী ১৭ জুন তাঁকে আবার আদালতে পেশ করা হবে।

বৃহস্পতিবার সায়গল হোসেনকে সিবিআই তলব করে। দুপুরে নিজাম প্যালেসে ডেকে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। জেরার সময় অনুব্রতর দেহরক্ষীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ার কারণে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এদিন সকালেই নিজাম প্যালেস থেকে সায়গলকে নিয়ে যাওয়া হয় আসানসোলে।

কিন্তু আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলার কারণে সায়গল হোসেনকে প্রথমে আদালতে পেশ করতে পারে না সিবিআই। কারণ শুনানিতে বার এসোসিয়েশনের সহমত ছিল না।  এদিন সিবিআই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চায়। অন্যদিকে সায়গল হোসেনের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেলকে বেআইনি ভাবে গ্রেফতার করেছে সিবিআই।

আইনজীবীদের কর্মবিরতির কারণে প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকে শুনানি। বেলা ৩টের সময় অভিযুক্ত সায়গল হোসেনের মামলার শুনানির জন্য আসানসোল বার এসোসিয়েশনের সভাপতির কাছে লিখিত আবেদন করা হয়। অবশেষে অনুমতি মেলে। সিবিআই ১৪ দিনের হেফাজতের আবেদন করলেও শেষ পর্যন্ত ৮ দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- Park Circus: পার্ক সার্কাসে পুলিসের গুলিতে নিহত মহিলা হাওড়ার বাসিন্দা

RELATED ARTICLES

Most Popular