Homeজেলার খবরFurfura Sharif: ফুরফুরা উন্নয়ন পর্ষদের বৈঠকে দুর্নীতিগ্রস্থ প্রধানকে ডাকা নিয়ে বিবাদ, রাস্তা...

Furfura Sharif: ফুরফুরা উন্নয়ন পর্ষদের বৈঠকে দুর্নীতিগ্রস্থ প্রধানকে ডাকা নিয়ে বিবাদ, রাস্তা কাটল গ্রামবাসীরা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ফুরফুরা উন্নয়ন পর্ষদের বৈঠকে দুর্নীতিগ্রস্থ প্রধান সামিম আহমেদকে কেন ডাকা হয়েছে? এই ঘটনার প্রতিবাদে তিন জায়গায় জেসিবি দিয়ে পাকা রাস্তা কাটল গ্রামবাসীরা। যার জেরে বন্ধ হয়ে যায় শ্রীরামপুর জাঙ্গীপাড়া ৩১ নং রুটের যান চলাচল।

ফুরফুরা সরিফে উন্নয়নের জন্য ফুরফুরা উন্নয়ন পর্ষদ গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্ষদে প্রথমে কয়েকজন সরকারি আধিকারীক ও জন প্রতিনিধিদের রাখা হয়। গত এক বছর ধরে আর কোনও কমিটি নেই ফুরফুরায়।

পীরজাদাদের একাংশের অভিযোগ, ফুরফুরার প্রধান সামিম আহমেদ দুর্নীতি করে উন্নয়ন পর্ষদের টাকা তছরুপ করেছে। যে কারণে কয়েকদিন আগে পীরজাদাদের একাংশ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে উন্নয়ন পর্ষদের সদস্য হিসেবে মোট ১৯ জনের একটি তালিকা জমা দেন।

এরপর উন্নয়ন পর্ষদের কাজে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে জেলা শাসক ফুরফুরার সব পীরজাদা ও এলাকার সব জন প্রতিনিধিকে নিয়ে বৈঠক ডাকেন। ১৯ মে যে বৈঠক হওয়ার কথা রয়েছে জাঙ্গীপাড়ার পিএইচই গেস্ট হাউসে। এই বৈঠকের তালিকা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। কারণ ওই তালিকায় ফুরফুরার প্রধান সামিম আহমেদের নাম রয়েছে।

আরও পড়ুন- Adra Shootout: পুরুলিয়ার আদ্রায় শ্যুট আউট, জখম দুই শ্রমিক

সামিমের বিরুদ্ধে কিছুদিন আগে দূর্নীতির অভিযোগে পোস্টার পরেছিল ফুরফুরা জুরে। সেই প্রধানকে কেন ডাকা হবে উন্নয়ন পর্ষদের বৈঠকে। এই নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। সোমবার সন্ধায় ফুরফুরা প্রধান মাজারের সামনে, পীরজাদা ত্বহা সিদ্দিকির পুরোনো বাড়ির সামনে এবং তালতলা হাট-সহ তিন জায়গায় পিচ রাস্তা কেটে দেওয়া হয়। এমনকি ক্ষুব্ধ এলাকাবাসীরা ফুরফুরা পঞ্চায়েতে তালাও দিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে পৌঁছোয় জাঙ্গীপাড়া থানার পুলিস। বিক্ষোভকারী পীরজাদাদের দাবী দুর্নীতিগ্রস্থ প্রধান সামিমকে সরাতে হবে।

RELATED ARTICLES

Most Popular