Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরহাতি তাড়াতে গিয়ে আক্রান্ত পুলিশ

হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত পুলিশ

হাতির দল এখন বাঁকুড়া উত্তর বনবিভাগে

Follow Us :

বাঁকুড়া: হাতির (Elephant) দলের সামনে পড়ে আক্রান্ত (Attack) হলেন দুই পুলিশ (Police) কর্মী। বৃহস্পতিবার ভোরে ওই ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) থেকে বাঁকুড়ায় (Bankura) প্রবেশ করে ৪০ হাতির দল। বুধবার ওই দলের একটি বাচ্চা হাতির মৃত্যু হয় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে সীমান্তে। এই ঘটনার পরেই হাতির দল খুবই আক্রমণাত্মক হয়।

বৃহস্পতিবার রাতে ওই হাতির দল পাঞ্চেত বনবিভাগের আস্থাশোল জঙ্গল (Forest) থেকে বিষ্ণুপুরের দিকে যায়। সেখানে হাতির ডিউটিতে ছিল বিষ্ণুপুর থানার পুলিশ। হাতির দল রাস্তা পারাপার করার সময়  একটি হাতি কর্তব্যরত দুই পুলিশকে আক্রমণ করে। ঘটনায় জখম হয় দুই পুলিশ কর্মী। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁরা সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: কুমোরটুলি থেকে কফি হাউস, পার্বণ থেকে প্রেম

বনদফতরের এলিফ্যান্ট স্কোয়াড টিম ও বনকর্মীদের তৎপরতায় হাতির দলকে সরানো হয়। পাঞ্চেত বনবিভাগের বিষ্ণুপুর, জয়পুরের জঙ্গল পেরিয়ে যায় হাতির দল। গোসাইপুরের কাছে দ্বারকেশ্বর নদ পেরিয়ে হিংজুড়ি, কুশদ্বীপ হয়ে যায় ওই দল। এখন বাঁকুড়া উত্তর বনবিভাগের সোনামুখী রেঞ্জের তেঁতুলবাধে অবস্থান করছে হাতির দল। তবে হাতির হানায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular