Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsশিলিগুড়ি থেকে কালিম্পং,সিকিমগামী ধসে যাওয়া রাস্তা সোমবার চালুর সম্ভাবনা

শিলিগুড়ি থেকে কালিম্পং,সিকিমগামী ধসে যাওয়া রাস্তা সোমবার চালুর সম্ভাবনা

Follow Us :

শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়৷ ধস নেমে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন৷ বৃহস্পতিবার রাতে কালিম্পঙের বিরিক দারায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে৷ যান চলাচল বন্ধ হয়ে যায় শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের৷ শনিবার প্রশাসনের তরফে বলা হয়, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে৷ আগমী দু-তিন দিনের মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষ হতে পারে৷ তবে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে যান চলাচল শুরু করা হবে তার চেষ্টা চলছে৷

প্রশাসনের তরফে আরও বলা হয়েছে, বর্তমানে ছোট গাড়ি গুলিকে দেওতুর রুটে ঘোরান হচ্ছে৷ জাতীয় সড়ক ৫৫ দিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাতায়াতে কোনও সমস্যা নেই৷ বাকি সংযোগকারী রাস্তা গুলি জোর কদমে মে্রামতির কাজ চলছে৷

 এ দিকে বৃহস্পতিবার অনেকটাই স্বাস্তি পাহাড়ে৷ নতুন করে কোনও বিপর্যয়ের খবরও পাওয়া যায়নি৷ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে৷ বৃষ্টি-ধসে ক্ষতিগ্রস্ত পথ-ঘাট মেরামতি দিনরাত কাজ করছে প্রশাসন-পুলিশ৷ এ রকম পরিস্থিতিতে নিরাপদে দার্জিলিং, সিকিম, (Sikim) কালিম্পং (Kalimpong) যাবেন কোনও পথে তা বাতলে দিল দার্জিলিং পুলিশ (Darjeeling Police)৷ ভ্রমণের ‘রুট ম্যাপ’ জানাল তাঁরা৷ পুলিশের তরফে সামাজিক মাধ্যমে প্রচারও চালানো হচ্ছে৷

বৃহস্পতিবার  দার্জিলিং পুলিশের ফেসবুক জানানো হয়েছে, ধসে যাওয়া, ফাটল ধরা রাস্তা মেরামতির কাজ যুদ্ধাকালীন তৎপুরতায় করা হচ্ছে৷ বিরিক ধারাতে পিডব্লুডি ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাজ করছে৷ পণ্যবাহী যানবাহনের জন্য একক লেন চালু করতে আরও ৪-৫ দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-পুলওয়ামা মডেল কি কুমিল্লাকাণ্ডেও ? সীমান্ত লাগোয়া দিনহাটা,শান্তিপুরে বিজেপির প্রচারে শুধুই বাংলাদেশ

গরুবাথানের কাছে শেরপাগাঁওয়ের রাস্তা কিছুটা চলাচলের উপযোগী হয়েছে৷ ওই রাস্তা দিয়ে পণ্যবাহী যান সিকিমে যেতে পারে। তবে, ওই রুটের রাস্তাগুলি সংকীর্ণ৷ তাই, শিলিগুড়ির দিক থেকে আগত এবং বহির্গামী পণ্যবাহী যানবাহনের জন্য আলাদা রুট নির্ধারণ করা হয়েছে।

সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত পণ্যবাহী গাড়ি গুলি রুংপো/মেলি- চিত্রে(এনএইচ ১০) বাম দিকে মোড় নিয়ে কালিম্পং – ১১ মাইল – আলগারা – লাভা – গরুবাথান- ডামডিম – করোনেশন সেতু -সেভক – শিলিগুড়ি রাস্তায় যেতে পারবে।

আরও পড়ুন-নাম নেই কারও, বাবুলের চিমটিতে লাগল শুধু আসানসোলের জিতেন্দ্র তিওয়ারির

আর শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত পণ্যবাহী গাড়ি গুলি শিলিগুড়ি থেকে সেভক – করোনেশন ব্রিজ- ডামডিম – গরুবাথান- লাভা – আলগারা – ১৭ মাইল ফটক – মনসং – রুংপো হয়ে যেতে পারবে৷

এই রুট বাতলে দেওয়ার পাশাপাশি সতর্ক বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে৷ বলা হয়েছে, করোনেশন সেতুতে ১০ টনের বেশি লোড নিয়ে যাওয়া যাবে না৷ মেরামত করা লাভা রাস্তাটি খুব বড় ট্রাক বহন করতে পারে না। তাই যানজট এড়ানোর জন্য সিকিম/কালিম্পং রুটে শুধুমাত্র ১০ টনের নিচে জরুরি সামগ্রী পাঠানো যেতে পারে।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
00:00
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
00:00
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | 'হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদির', কার্তিক মহারাজ ইস্যুতে অধীরের তোপ
02:39
Video thumbnail
Raj Bhavan | রাজভবনের ৩ কর্মীকে ফের তলব, হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ
02:02
Video thumbnail
Narendra Modi | 'ইসকন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী', পুরুলিয়ায় মমতাকে নিশানা মোদির
11:22
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
00:43
Video thumbnail
Curd | দইয়ের সঙ্গে খাবেন না এই ৫ খাবার!
01:21
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে
00:53