ঢাকা: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় বাংলাদেশি পরিচালক (Bangladeshi Director) মোস্তফা সরোয়ার ফারুকি (Mostofa Sarwar Farooki)। পরিচালকের স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (Nusrat Imroz Tisha) সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন পরিচালকের ব্রেন স্ট্রোক হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিশা জানিয়েছেন, মঙ্গলবার পরিচালকের সিটি অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত ফারুকীর অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। তবে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পরিচালকের সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: বড় ধাক্কা, একাধিক দেশে নিষেধাজ্ঞা ফাইটারে!
‘টেলিভিশন’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর’, ‘পিঁপড়াবিদ্যা’র মতো প্রশংসিত ছবির পরিচালক ফারুকি । সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ফারুকি পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’ এবং ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। জনপ্রিয় এই পরিচালকের আকস্মিক অসুস্থতা ছড়িয়ে পড়ার পরেই সকলে তাঁর আরোগ্য কামনা করেছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) সোশ্যাল মিডিয়ায় তিশার পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘‘আপনার আশু আরোগ্য কামনা করি বড় ভাই মোস্তফা সরওয়ার ফারুকি।’’
আরও খবর দেখুন