কলকাতা: এইমুহূর্তে ‘বাবলি’ ছবির কাজে ব্যস্ত আছেন টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। অন্যদিকে সদ্য অসুস্থতা কাটিয়ে ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এর মধ্যেই টলিপাড়া থেকে এল নতুন খবর। নতুন ছবিতে নাকি মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-র সঙ্গে কাজ করবেন রাজ।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
সূত্রের খবর, ১১ মার্চ থেকে নাকি কলকাতার নানা জায়গায় শুটিং শুরু করবেন পরিচালক। এই ছবিতে বড়সড় চমক দেবেন নাকি রাজ। এভিএফ প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে এই ছবি। যদিও নতুন এই ছবির প্রসঙ্গে রাজ, ঋত্বিক বা মহাগুরুর তরফ থেকে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিড়াল, সারমেয় ছেড়ে পাইথনকে পোষ্য বানালেন সৃজিৎ!
পথিকৃৎ বসুর হাত ধরে সিলভারস্ক্রিনে ফিরছে বাংলা ছবির জনপ্রিয় জুটি মিঠুন-দেবশ্রী। দেবারতি মুখোপাধ্যায়ের ‘দোলগোবিন্দবাবুর চশমা’ ছোটগল্প অবলম্বনে পথিকৃৎ বসু বড়পর্দায় নিয়ে আসছেন ‘শাস্ত্রী’। বিজ্ঞান বনাম জ্যোতিষের দ্বন্দ্ব উঠে আসবে এই ছবিতে। ২০২৪-এর পুজোয় মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে, জি ফাইভ-এর নতুন সিরিজে জুটি বাঁধতে চলেছেন আবির চট্টোপাধ্যায় (Aabir Chatterjee) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)-র পরিচালনায় নতুন সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁদের। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে জি ফাইভে নতুন এক সিরিজ তৈরি করছেন পরিচালক।
আরও খবর দেখুন