মুম্বই: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মেঘনা গুলজার (Meghna Gulzar) পরিচালিত ছবি স্যাম বাহাদুর (Sam Bahadur)। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবনের কথা উঠে এসেছিল এই ছবিতে। তাঁর ব্যক্তিগত জীবন, কেরিয়ার, ইত্যাদি ছবিতে তুলে ধরেছিলেন মেঘনা। স্যাম মানেকশরের চরিত্রে নজর কেড়েছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal)।
বক্স অফিসে বিপুল ব্যবসার পর এবার ওটিটির (OTT Release) দুনিয়াতে আসছে ‘স্যাম বাহাদুর’। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জি ফাইভ (ZEE5 ) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে এই ছবিটির মাধ্যমেই অদম্য সাহসী ভারতীয় সেনাবাহিনীর আইকন স্যাম মানেকশকে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বলে জানিয়েছেন জি ফাইভের চিফ বিজনেস অফিসার।
আরও পড়ুন: বড় ধাক্কা, একাধিক দেশে নিষেধাজ্ঞা ফাইটারে!
প্রসঙ্গত, ভিকি কৌশলকে আগামীতে লক্ষ্মণ উটেকরের ছবি ‘ছাবায়’ দেখা যাবে। এখানে তিনি ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করবেন। এর আগে লক্ষ্মণ উটেকরের সঙ্গে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিতে কাজ করেছিলেন। ইতিমধ্যেই ছবির জন্য নিজেকে প্রুস্তুত করতে শুরু করেছেন ভিকি।
আরও খবর দেখুন