কলকাতা: এই মুহূর্তে বাংলা ছবির দুনিয়ায় বেশ কয়েকটি ছবি নিয়ে অনুরাগীমহলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। তার মধ্যে দেব অভিনীত ‘খাদান’, ‘টেক্কা’, অঙ্কুশের ‘মির্জা’, নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’ নিয়ে রীতিমতো আলোচনা চলছে দর্শকমহলে। কিছুদিন আগেই এবার পুজোয় নতুন থ্রিলার নিয়ে আসার খবর জানিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। সত্যঘটনা অবলম্বনেই ‘বহুরূপী’ ছবির ঘোষণা করেছেন পরিচালক জুটি। যেটি ২৪-এর পুজোয় মুক্তি পাবে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৫)
এইসবের মধ্যেই সোমবার একসঙ্গে চারটি নতুন ছবির ঘোষণা (Upcoming Bengali Cinema) করল প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। চারজন জনপ্রিয় পরিচালকদের হাত ধরে আসছে চারটি ভিন্ন স্বাদের ছবি। চারটি ছবিরই মহরৎ হল আজ। এসভিএফ প্রযোজনা সংস্থা পক্ষ থেকে চারজন মহারথীর সঙ্গে মহা মহরৎ-এর মাধ্যমে চারটি ভিন্ন স্বাদের ছবির ঘোষণা হল একটি প্রোমো ভিডিওর মাধ্যমে। তবে সেই ভিডিওতে ছবির নাম, কাহিনি বা অভিনেতাদের সম্পর্কে এই মুহূর্তেই কোনও কথা বলেননি চার তারকা পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় (Srijit Mukherji), দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharya), জয়দেব মুখোপাধ্যায় (Joydeb Mukherjee) ও রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)।
আরও পড়ুন: বিজয়ের সঙ্গে জুটি বাঁধতে চান রশ্মিকা!
কে কোন ছবির পরিচালনা করছেন দেখে নিন এক ঝলকে:
সৃজিৎ মুখোপাধ্যায়: সূত্রের খবর, সৃজিতের নতুন ছবির নাম, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই ছবিতে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), ঋদ্ধি সেন (Riddhi Sen), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay), কৌশিক সেন (Kaushik Sen) ও অন্যান্যরা।
রাজ চক্রবর্তী: জানা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে নিয়ে নতুন এক ছবি তৈরি করছেন রাজ। ছবির নাম এখনও জানা যায়নি। এই ছবিতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অনুসূয়া মজুমদার (Anashua Majumdar) ও সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)-কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
জয়দেব মুখোপাধ্যায়: টলিপাড়া সূত্রে খবর, ২৪-এর পুজোয় জয়দীপের হাত ধরে নতুন রহস্যের সমাধানে ফিরছেন একেন বাবু। এই প্রথম রহস্যের সমাধানে দেশের বাইরে যাবেন একেন্দ্র সেন। ছবির সিংহভাগ শুটিং হবে রাশিয়ায়। তাই বোধহয় প্রোমোতে পরিচালককে বলতে শোনা গেল, আপনাদের পাসপোর্ট রেডি তো! আগামী জুন মাস থেকে রাশিয়ায় ছবির শুটিং শুরু হবে বলেই জানা যাচ্ছে।
দেবালয় ভট্টাচার্য্য: জানা যাচ্ছে, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-কে সঙ্গে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের হরর থ্রিলার ছবি তৈরি করতে চলেছেন দেবালয়। ছবির নাম, ‘আলেয়ার বাড়ি’।
আরও খবর দেখুন