ডায়মন্ড হারবার: মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরদিনই উদ্ধার চিকিৎসকের দেহ। কোয়াটার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার ডায়মন্ডহারবার (Diamond Harbour) গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এলাকায়। মৃত চিকিৎসক কল্যানাশীষ ঘোষ( ৪৪)। ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে (Diamond Harbour Government Medical College & Hospital) কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুন: বাঁকুড়ার মেজিয়ার গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল
জানা যায়,চিকিৎসক কল্যানাশীষ ঘোষ মেডিসিনের চিকিৎসক (Doctor of Medicine)। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। সম্প্রতি শিলিগুড়িতে বদলি হয়ে গিয়েছিল তাঁর। তবে ডায়মন্ড হারবার হাসপাতালে কোয়ার্টার ছাড়েননি তিনি। সেখানেই বসবাস করছিলেন। কয়েকদিন আগে এই চিকিৎসকের মায়ের মৃত্যু হয়। রবিবার গভীর রাতে পরিবারের সঙ্গে ফোনে কোনও যোগাযোগ করেন নি ওই চিকিৎসক। এরপরেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে গভীর রাতে মেডিকেল কলেজে হাসপাতালের কোয়ার্টারে পুলিশ পৌঁছে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে ওই চিকিৎসক। এরপরেই তাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজেও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন চিকিৎসক। অন্যদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। তবে কি কারণে মৃত্যু? তার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
অন্য খবর দেখুন