skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeবিনোদনরাজনীতির ময়দানে পা রাখছেন বিজয়!

রাজনীতির ময়দানে পা রাখছেন বিজয়!

নিজের রাজনৈতিক দল গড়তে চলেছেন 'থলপতি'

Follow Us :

চেন্নাই: আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর (Joseph Vijay Chandrasekhar) হলেও, তামিল ছবির জগতে জনপ্রিয় তিনি থলপতি বিজয় (Thalapathy Vijay) নামেই। মূলত তামিল ছবিতেই (Tamil Cinema) অভিনয় করেন বিজয়। তবে তামিলনাড়ুর বাইরে, গোটা দেশেই তাঁর জনপ্রিয়তা। সম্প্রতি জানা গেল, সিলভারস্ক্রিন থেকে রাজনীতির ময়দানে পা রাখছেন অভিনেতা। বিজয় ঘনিষ্ঠ সূত্রে খবর, শীঘ্রই নিজের রাজনৈতিক দল প্রকাশ্যে চলেছেন তিনি। ইতিমধ্যেই দলের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয়। শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করাবেন বলেও জানা যাচ্ছে।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের (Election Commission) কাছে যাওয়ার আগে কিছুদিন আগে দলের পরিষদীয় বৈঠক করেছেন বিজয়। সেখানে প্রায় ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন। দলের সভাপতি মনোনীত হয়েছেন বিজয়। পাশাপাশি দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিযুক্ত করা হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। সবমিলিয়ে চেন্নাইতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে দাবি বিজয়ের ঘনিষ্ঠ মানুষজনের। তাদের মন্তব্য, প্রথমে নির্বাচন কমিশনের কাছে গিয়ে দলের নাম নথিভুক্ত করা হবে। তারপর নির্বাচনী রাজনীতিতে পা রাখবে বিজয়ের দল।

আরও পড়ুন: বলিউড নাকি সাউথ, এগিয়ে কে? জানালেন বিগ বি

প্রসঙ্গত, তামিলনাড়ুতে রজনীকান্তের পরই, দ্বিতীয় মেগাস্টার হিসেবে ধরা হয় বিজয়কে। এখনও পর্যন্ত ৬৮টি ছবিতে অভিনয় করেছেন। তবে রাজনীতিতে তাঁর আসার ইচ্ছা বহুদিনের। এমনিতে অনেক সমাজসেবামূলক কাজ করেন। দুঃস্থদের খাবার দেওয়া, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, গ্রন্থাগার নির্মাণ, এমনকি বিনামূল্যে বহু ছেলেমেয়েকে টিউশনের ব্যবস্থাও করেছেন বিজয়। এবার রাজনীতির ময়দানে নেমে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular