মুম্বই: নতুন ছবিতে জুটি বাঁধছেন বি-টাউনের জনপ্রিয় তিন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), কৃতি শ্যানন (Kriti Shanon) এবং তাবু (Tabbu)। আসছে রাজেশ কৃষ্ণণ পরিচালিত নতুন ছবি ‘ক্রু’ (Crew)। এই ছবিতেই একজোটে দেখা যাবে বি-টাউনের জনপ্রিয় তিন অভিনেত্রীকে। তিনজনেই বিমানসেবিকার চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
জানা যাচ্ছে, ছবিতে এই ৩ নায়িকা সঙ্গে বিশেষ ভূমিকায় দেখা যাবে, দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) ও কপিল শর্মা (Kapil Sharma)-কে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল, ‘ক্রু’ ছবির ৩ নায়িকার ফার্স্ট লুক (First Look)। সোশ্যাল মিডিয়ায় নিজেদের লুক শেয়ার করে তিন অভিনেত্রীই লিখেছেন, ‘আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে?’
আরও পড়ুন: ঋতুপর্ণার রাজনীতি যোগের সূত্র জুড়লেন ফিরদৌস!
উল্লেখ্য, একতা কাপুর ও রেহা কাপুরের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। প্রথমে ছবির মুক্তির কথা ছিল ২২ মার্চ। তবে এখন সেই তারিখ পিছিয়ে হয়েছে ২৯ মার্চ। এর আগে ‘ভিরে দ্য ওয়েডিং’ (Veere Di Wedding) ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। ‘ক্রু’ একসঙ্গে তাঁদের দ্বিতীয় কাজ।
আরও খবর দেখুন