ঢাকা: ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) রাজনীতি যোগের সূত্র জুড়লেন বাংলাদেশী অভিনেতা ফিরদৌস। ঋতুপর্ণা-ফিরদৌসের বন্ধুত্ব অনেকদিনের। টলিপাড়ায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সম্প্রতি ঋতুপর্ণা ঢাকায় গিয়েছিলেন, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে। সেখানেই ফেরদৌস আহমেদের ভূয়সী প্রশংসা করেন ঋতু। একই সঙ্গে সাংসদ হওয়ার জন্যও দীর্ঘদিনের বন্ধু ফেরদৌসকে শুভেচ্ছা জানালেন তিনি।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
প্রসঙ্গত, গত মাসেই বাংলাদেশের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ (Ferdous Ahmed)। সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর , বৃহস্পতিবারই প্রথম দেখা হল দুই বন্ধুর। সেখানেই নানান কথোপকথন হয় দুজনের মধ্যে।
আরও পড়ুন: বিড়াল, সারমেয় ছেড়ে পাইথনকে পোষ্য বানালেন সৃজিৎ!
সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের (Suchitra Sen International Bengali Film Festival) সাংবাদিক সম্মেলন থেকেই ফিরদৌস বলেন, ঋতুপর্ণাকে আমি গত ২৫ বছর ধরে চিনি। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। ও ভীষণ মানুষকে নিয়ে ভাবে, মানুষের পাশে থাকে। মানবসেবার জন্য যা যা গুণ থাকা প্রয়োজন সব আছে ওর। তিনি এদিন আরও বলেন, আমি চাইব মানবকল্যাণের জন্য ঋতু যেন আমার দেখানো পথেই হাঁটেন, রাজনীতিতে আসেন। অভিনেতার এই মন্তব্যের পরেই ঋতুপর্ণার রাজনীতিতে যোগ নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে।
আরও খবর দেখুন