কলকাতা: বাবা মায়ের সন্তানের প্রতি নিঃশর্ত ভালোবাসা, বন্ধুদের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা কিংবা একজন বিপ্লবীর তার দেশের প্রতি নিজেকে উজাড় করা ভালোবাসা, এই অনুভূতিগুলোকে অনেকেই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। কিন্তু, যখন কাছের মানুষ দূরে সরে যায় তখন ভালোবাসার উপলব্ধি কেমন হয়? সেই প্রশ্নের উত্তর দেবে অর্ণবের ছবি। সম্প্রতি মুক্তি পেল পরিচালক অর্ণব কে মিদ্যা (Arnab K Middya)-র বহু প্রতীক্ষিত ছবি ‘সেদিন কুয়াশা ছিল’ (Sedin Kuyasha Chilo)-র ট্রেলার।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির সব কলাকুশলী, পরিচালক, প্রযোজক প্রত্যেকেই। এদিনের অনুষ্ঠানে এসেছিলেন ছবির অন্যতম মুখ্য অভিনেতা জিতু কমল (Jeetu Kamal), অর্ণ মুখোপাধ্যায়, উপাবেলা মুখোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা সহ আরও অনেকেই। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্যও। ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
আরও পড়ুন: কোন সূত্রে ১৬ বছর পর একসঙ্গে মিঠুন-দেবশ্রী!
‘সেদিন কুয়াশা ছিল’ এক চিরন্তন ভালোবাসার গল্প। যখন কাছের মানুষ দূরে সরে যায় তখন তাদের প্রতি ভালবাসার উপলব্ধি কেমন হয়? দূরত্ব কি ভালোবাসার গভীরতা বাড়ায়? উত্তর পাওয়া যাবে ‘সেদিন কুয়াশা ছিল’ ছবিতে। ছবিতে জিতুর বাবার চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। মায়ের চরিত্রে লিলি চক্রবর্তী। এছাড়াও আছেন দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায়, সৌরসেনী। ৯ ফেব্রুয়ারি প্রেমের মরশুমে আসছে এই ছবি।
আরও খবর দেখুন