লস অ্যাঞ্জেলেস: ৪ ফেব্রুয়ারি, রবিবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস (66th Grammy Awards)। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কৌতুকশিল্পী ট্রেভর নোয়া (Trevor Noah)। চতুর্থ বার গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা গেল তাঁকে। গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। এইদিন গ্র্যামির অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ এবং ওপরা উইনফ্রের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।
দেখে নিন এবারের গ্র্যামি পুরস্কারে কে কোন বিভাগে পুরস্কার জিতলেন
- রেকর্ড অব দ্য ইয়ার: মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)
- অ্যালবাম অব দ্য ইয়ার: টেইলর সুইফট (মিডনাইটস)
- বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট
- সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’)
- বেস্ট পপ অ্যালবাম: টেইলর সুইফট (মিডনাইটস)
- বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’
- বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’
- বেস্ট পপ সলো পারফরম্যান্স: মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’
- বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’
- বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’
- বেস্ট র্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’
- বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’
আরও পড়ুন: গর্বিত বঙ্গবাসী, বুর্জ খলিফায় টলির বাদশা যিশু!
ভারতীয় সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan) ও জাকির হুসেনের (Zakir Hussain) ফিউশন ব্যান্ড ‘শক্তি’ সম্মানিত হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্মান গ্র্যামিতে (Grammy Awards) ৷ গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪ (Grammy Awards 2024) এর মঞ্চেই তিন-তিনটি পুরস্কার জিতে নিলেন তবলা-বাদক জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে পুরস্কার জিতেছেন তিনি। জাকির হুসেনের সঙ্গে ফিউশন ব্যান্ড ‘শক্তি’-র অন্যতম সদস্য শঙ্কর মহাদেবনও ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে। এঁদের সঙ্গে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল এবং বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এই দুই ক্যাটাগরিতেই সেরার সেরা পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশীবাদক।
আরও খবর দেখুন