Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনবদলাচ্ছে না ‘পৃথ্বীরাজ’

বদলাচ্ছে না ‘পৃথ্বীরাজ’

Follow Us :

বলিপাড়ায় ঐতিহাসিক ছবি নিয়ে বিতর্ক কোন নতুন বিষয় নয়,সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবত’ হোক বা ‘বাজিরাও মস্তানি’।বিতর্ক উঠেছে বারবার।এবার সেই বিতর্ক থেকে পার পেল না অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ‘পৃথ্বীরাজ’-ও।কয়েকদিন আগেই ছবির মুক্তি নিয়ে প্রতিবাদ জানিয়েছে কর্ণী সেনা।সম্প্রতি বিশেষ শো তে পৃথ্বীরাজ দেখানোর ব্যবস্থা করা হয় কর্ণী সেনার প্রতিনিধিদের।ছবির মুক্তি নিয়ে কর্ণী সেনা সবুজ সংকেত মিললেও,’পৃথ্বীরাজ’ নিয়ে বিতর্ক কিন্তু এখনই মিটছে না।জানা যাচ্ছে,ছবির নাম বদলে ‘সম্রাট পৃথ্বীরাজ’ রাখা হোক,যশ রাজ ফিল্মসের কাছে এমনটাই অনুরোধ করেছিলেন কর্ণী সেনার প্রতিনিধি।কিন্তু সেই আবদার মানতে নারাজ প্রযোজক আদিত্য চোপড়া।

ছবির নাম ‘পৃথ্বীরাজ’ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।কারণ,আগামী ৩ জুন শুক্রবার মুক্তি পাচ্ছে ‘পৃথ্বীরাজ’।শেষ মুহুর্তে এইভাবে ছবির নাম বদলানোর কোন কারণ খুঁজে পাচ্ছেন না যশ রাজ ফিল্মসের কর্ণধার।আদিত্যর মতে,ছবিতে কোনভাবেই সম্রাট পৃথ্বীরাজ চৌহানের মহিমাকে খাটো করে দেখানো হয়নি।ইতিহাসকেও বিকৃত করা হয়নি।তাই নাম বদলানোর কোন মানেই হয় না।

দর্শক ‘পৃথ্বীরাজ’ দেখে নিজেরাই বিচার করুক কেমন ছবি তৈরি করেছেন তাঁরা।ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘পৃথ্বীরাজ’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।সংযুক্তার চরিত্রে দেখা যাবে মানুষী চিল্লরকে।পাশাপাশি ছবিতে নজর কাড়বেন সঞ্জয় দত্ত,সোনু সুদ,মানব ভিজ ছাড়াও আরও অনেকেই।

RELATED ARTICLES

Most Popular