Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকTaliban ban female students: এবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় নিষিদ্ধ মহিলা পড়ুয়ারা

Taliban ban female students: এবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় নিষিদ্ধ মহিলা পড়ুয়ারা

Follow Us :

কাবুল: তালিবান সরকার (Taliban administration) ক্ষমতায় আসার পর থেকেই একে একে তাদের ‘কুখ্যাত আইন কানুনগুলোই’ ফিরিয়ে আনছে তালিবান সরকার। বিশ্ববিদ্যালয়ে (University) পড়তে পারবেন না আফগান মহিলারা এই ঘোষণা আগেই দিয়েছিল কট্টর তালিবান সরকার। এবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় (university entrance test) বসার (ban on female students) উপরও জারি করা হল নিষেধাজ্ঞা। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

গত বছরের ডিসেম্বর (december) মাসে আচমকা মহিলা পড়ুয়াদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করে তালিবান সরকার। এই সংক্রান্ত পরবর্তী কোনও বিজ্ঞপ্তি সরকারের তরফে না দেওয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে বলে জানানো হয়। এর ফলে ক্লাস সিক্সের পর আফগান মেয়েদের পড়াশোনা পুরোপুরি থমকে যায়। প্রতিবাদে গর্জে ওঠেন অনেকেই। তবে কাজের কাজ বিশেষ হয়নি।

আরও পড়ুন: Slap Fighting Championship: এক…দুই…তিন কষে চড়! চড়ের কত জোর তার উপরেই টিকে সাফল্য

 এবার আফগানিস্তানের শিক্ষামন্ত্রক (Taliban education ministry) থেকে বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়গুলোকে জানিয়ে দেওয়া হল আপাতত বিশ্ববিদ্যালয়ের কোনও পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মহিলা পড়ুয়ারা। আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা টোলো নিউজ (Tolo News) জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য রেজিস্টার করতে পারবে না মহিলা পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই নির্দেশের অমান্য করলে সেগুলির বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

আফগানিস্তানে ক্ষমতায় ফিরে কথা দিয়েও কথা রাখেনি তালিবান সরকার। গত ২০২১ সালে জোর করে আফগানিস্তানের দখল করে তালিবানরা জানিয়েছিল আগের বারের তুলনায় এবার তাদের শাসনকালে শরিয়তি আইন নিয়ে তেমন কড়াকড়ি করা হবে না। কিন্তু যত সময় গড়াচ্ছে মহিলাদের প্রতি ততই কঠোর হচ্ছে তালিবান সরকার। 

আরও পড়ুন: Yellow Journalism in Bengal: আবোল তাবোল, পাগলা দাশু সুকুমারের সৃষ্টি, সাংবাদিকের কলমজুড়ে হলুদ অ্যাসিড বৃষ্টি…

এর আগে গত ২১ ডিসেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহিলা পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপর নিষেধাজ্ঞা জারি করে তালিবান সরকার। ডিসেম্বরের ঠিক তিন মাস আগেই আফগানিস্তান জুড়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। বহু সংখ্যক মহিলা পড়ুয়ারা তাতে অংশগ্রহণও করে। কিন্তু তার পরই উলটপূরাণ! 

যদিও মহিলাদের পড়াশোনা নিয়ে আগেই বিধিনিষেধ রাখা হয়েছিল।  মহিলারা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে তা ঠিক করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলিতে জানিয়ে দেওয়া হয় অর্থনীতি, ইঞ্জিনিয়ার ও কৃষি শিক্ষা মেয়েদের জন্য নয়।

এরপরই ২০২২-র ডিসেম্বরে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করার কিছুদিনের মধ্যেই আফগানিস্তানে সরকারি-বেসরকারি সব ধরনের এনজিওতে(NGO) মহিলাদের কাজের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আরও আগে ২০২১ সালের মে মাসেই মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা নিষিদ্ধ করে দেওয়া হয়। চাকরির ক্ষেত্রেও একাধিক বাধ্য বাধকতা আরোপ করা হয়। বাড়ির বাইরে বেরতে হলে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেরনোর নিদান দেওয়া হয়।

আরও পড়ুন: Pakisthan : পাকিস্তানকে আর্থিক সংকট থেকে রক্ষা করবে আল্লাহ, দাবি অর্থমন্ত্রীর

 মহিলাদের এই ভাবে কন্ঠরোধ ও কোনঠাসা করায় তালিবান সরকারকে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। এর ফলে পশ্চিমের দেশগুলির একাধিক আন্তর্জাতিক ত্রাণ সংগঠনগুলি আফগানিস্তানে তাঁদের পরবর্তী কর্মসূচি স্থগিত করে দেয়। খারাপ অর্থনীতির কারণে বর্তমানে আফগানিস্তানের অবস্থা বেশ শোচনীয়। এই নিয়ে একাধিক রিপোর্টে জানা যায়  ত্রাণের উপরই নির্ভরশীল দেশের অধিকাংশ মানুষ। যদিও আফগানিস্তানে ত্রাণ কাজ বন্ধ রাখা হলেও তালিবান সরকারকে তাদের অবস্থান থেকে টলানো যায়নি।

 

RELATED ARTICLES

Most Popular