Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsকাবুলে ভারতীয় অপহরণ, উদ্ধারে তৎপর বিদেশ মন্ত্রক

কাবুলে ভারতীয় অপহরণ, উদ্ধারে তৎপর বিদেশ মন্ত্রক

Follow Us :

নয়াদিল্লি: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে এক ভারতীয় অপহরণ নিয়ে তৎপর নয়াদিল্লি।বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে, একজন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে। এমন খবর প্রকাশের পর অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী শহরে মঙ্গলবার বন্দুক দেখিয়ে বংশ্রি লাল আরেন্দেহকে অপহরণ করা হয়। প্রকাশিত খবরে বলা হয়েছে, আরেন্দেহের পরিবার ফরিদাবাদে থাকে। তিনি গত দু’দশক ধরে কাবুলে ব্যবসায়ীক সূত্রে রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করছি। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব।

আরেন্দেহ ভারতীয় নাগরিক কিনা তা যাচাই করা হচ্ছে। বাগচী বলেন, “আমি বুঝতে পেরেছি তিনি ভারতীয় নাগরিক। কিন্তু আমরা তাও যাচাই করছি।” তবে, কাবুল বিমানবন্দরে বিমান পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত অবশিষ্ট ভারতীয় এবং কিছু অন্যান্য আফগান নাগরিককে ফিরিয়ে আনার বিষয়ে বলা কঠিন।

আরও পড়ুন- কাবুলে নিখোঁজ বাঁশরি লাল আন্দেকে খুঁজে বেরাচ্ছে বিদেশমন্ত্রক

তিনি আরও বলেন, “যতক্ষণ না কাবুল বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে, ততক্ষণে কীভাবে ফিরিয়ে আনা যায় তা বলা মুশকিল। আমাদের ফোকাস কাবুল বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু করা। তারপর, জনগণকে ফিরিয়ে আনা আমাদের পক্ষে সহজ হবে।

RELATED ARTICLES

Most Popular