Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsRussia Ukraine War LIVE: বেলারুশের বৈঠক শেষ, ইউক্রেন থেকে রুশ সেনা সরানোর...

Russia Ukraine War LIVE: বেলারুশের বৈঠক শেষ, ইউক্রেন থেকে রুশ সেনা সরানোর দাবি

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আজ(সোমবার) পঞ্চম দিন। ইউক্রেনজুড়ে ব্যাপক গোলাগুলি, বিমান হামলা শুরু হয়েছে। ইউক্রেনের মতে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে এখনও পর্যন্ত ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে। বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে সম্মত হয় ইউক্রেন। এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাঁর প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর জেনারেল স্টাফকে দেশের পারমাণবিক প্রতিরোধকারী বাহিনীকে “যুদ্ধের দায়িত্বের বিশেষ ব্যবস্থা” রাখার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাবে বেলজিয়াম, ফিনল্যান্ড এবং কানাডা রাশিয়ার বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া দেশগুলির তালিকায় যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমের দেশগুলোও রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২৮ ফেব্রুয়ারি সোমবারের লাইভ আপডেট…

দখল নেব না

মস্কোর ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই। রাশিয়ার রাষ্ট্রপুঞ্জ প্রতিনিধি এমনটা দাবি করলেন।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য

ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে আবেদন পত্রে সাক্ষর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির।

সমাধান সম্ভব

রাশিয়ার নিরাপত্তা স্বার্থ বিবেচনা করা হলেই ইউক্রেনের সমাধান সম্ভব। ম্যাক্রোঁকে বললেন পুতি।

রাষ্ট্রপুঞ্জ

ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের ১১তম সাধারণ পরিষদের জরুরি অধিবেশন শুরু

সেনা বৃদ্ধি

ইউক্রেনের সহযোগিতায় রাশিয়ার  বিরুদ্ধে সেনা বৃ্দ্ধির সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন।

মৃত্যু

রুশ সেনারা খারকিভের ১১ ইউক্রেন নাগরিককে হত্যা করেছে।

কারফিউ

কারফিউয়ের সময় বৃদ্ধি ইউক্রেনের রাজধানী কিয়েভে। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে। সকাল ৮টার পর থেকে রাস্তায় বাস-সহ অন্যান্য যাত্রী পরিবাহী যান চলাচল করবে।  দোকান-পাঠও খোলা থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত।

বেলারুশের বৈঠক শেষ

বেলারুশে ইউক্রেন-রাশিয়া বৈঠক শেষ। বৈঠকে ইউক্রেন থেকে সমস্ত সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বৈঠক শেষ হলেও কোনও সিদ্ধান্তের কথা খবর লেখা পর্যন্ত জানা যায়নি।

বেলারুসের মিনস্ক থেকে নাগরিকদের দেশে ফেরার বার্তা

বেলারুসের মিনস্ক থেকে নাগরিকদের দেশে ফেরার বার্তা দিলেন মার্কিন সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন৷ তিনি টুইট করে জানান,
আমরা মিনস্কে আমাদের দূতাবাসে কার্যক্রম স্থগিত করেছি এবং মস্কোতে আমাদের দূতাবাসের অ-জরুরী কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঘরে ফেরার অনুমোদন দিয়েছি। মার্কিন নাগরিকদের নিরাপত্তার চেয়ে আমাদের কোনও উচ্চ অগ্রাধিকার নেই৷

পারমাণবিক বোমা

উত্তর ইউক্রেনের তেল ডিপো ভ্যাকুয়ামে বোমা দ্বারা ধ্বংস করা হয়। এই ধরনের অস্ত্র সবচেয়ে মারাত্মক নন-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত। জেনেভা কনভেনশন দ্বারা এর ব্যবহার নিষিদ্ধ। এ দিকে ইউক্রেন রাশিয়াকে সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে পারে না৷ কারণ, রুশ সেনারা ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র – চোরনোবিল এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা দখলে নিয়েছে৷

আকাশসীমা বন্ধের পাল্টা

ইউক্রেনে হামলার প্রতিবাদে যে সমস্ত দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ান বিমান বন্ধ করেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া দিল রুশ৷ রাশিয়া ‘নিজের স্বার্থ’ বিবেচনা করে ব্রিটেন, জার্মানি-সহ মোট ৩৬টি দেশের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল রাশিয়া।

 

ইউক্রেন থেকে রুশ সেনা সরাতে হবে।  শুধু রাজধানী কিয়েভ থেকে নয়, ডনবাস,ক্রিমিয়া থেকেও রুশ সেনা সরানোর দাবি করা হয়ে। সোমবার বেলারুশে ইউক্রেন-রাশিয়ার সনঝোতা বৈঠকে এই দাবি তোলা হয়।

ভারতীয়দের থেকে টাকা নেওয়া হচ্ছে

ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের থেকে টাকা নেওয়া হচ্ছে৷ রোমানিয়ার সীমান্ত থেকে বুখারেস্টে স্থানান্তরের জন্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ যদিও রোমানিয়া প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সরকার বিনামূল্যে পরিষেবা দিচ্ছে৷ দয়া করে কাউকে টাকা দেবেন না।

লেনদেন

মার্কিন ট্রেজারি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সম্পদ তহবিল, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করেছে।

ইউরোপীয়ন ইউনিয়ন ইউক্রেনীয়দের তিন বছর পর্যন্ত থাকার অধিকার দেওয়ার পরিকল্পনা করছে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনিয়ানদের তিন বছর পর্যন্ত থাকার অধিকার দেওয়ার পরিকল্পনা করছে। বিশেষ করে যারা যুদ্ধ পরিস্থিতিতে দেশ থেকে পালিয়েছে। তাঁরা বিশ্বের ২৭ দেশে তিন বছর পর্যন্ত থাকার অনুমোদন দিতে পারে। সংবাদ সংস্থা রয়টার্সকে ইইউ এবং ফরাসি কর্তারা জানিয়েছেন।

বৈঠক

ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে পোল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।

বেতন ও সামাজিক সুবিধা

দেশে যুদ্ধ চললেও ইউক্রেন সরকারের কর্মচারীরা সব রকম সুযোগ-সুবিধা পাবেন। বেতন,  পেনশন,বার্ধক্যভাতা ইত্যাদি সমস্ত রকম সুযোগ-সুবিধা চালু থাকবে বলে ইউক্রেনের অর্থমন্ত্রী জানিয়েছেন।

জ্বালানি

জর্জিয়ান তেল ট্যাঙ্কার রাশিয়ান জাহাজে জ্বালানি দিতে অস্বীকার করেছে। রাশিয়ার বক্তব্য, “সাধারণ ব্যাপার৷ রাজনীতিকে একপাশে ছেড়ে দিন! আমাদের শুধু জ্বালানি দরকার! পাল্টা জর্জিয়ার বক্তব্য, ‘‘রাশিয়ান জাহাজ, যাও..নিজেকে। সরি!”

প্রতিবাদ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রাগের ওয়েন্সেসলাস স্কোয়ারে হাজার হাজার মানুষের ভিড়।

যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন বন্দিদের মুক্তি দেবে ইউক্রেন

কিয়েভ ইনডিপেনডেন্ট তথা সেনার দাবি, প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধে সহায়তা করার জন্য যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন বন্দিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলেনস্কি বলেন, “এটি একটি কঠিন নৈতিক পছন্দ ছিল৷ কিন্তু দেশের প্রতিরক্ষার জন্য এটি প্রয়োজনীয় ছিল। তিনি বলেছিলেন যে বন্দিরা সবচেয়ে উত্তপ্ত স্থানে লড়াই করবে। কারণ, এখন মূল বিষয় প্রতিরক্ষা।”

কৃতজ্ঞতা

রোমানিয়াকে কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি টুইটে লেখেন, ‘‘আমাদের দেশের প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমি রোমানিয়ার প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ক্লাউস ইওহানিসকে ধন্যবাদ জানাই৷ ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ সমর্থন করার জন্য। আমরা আমাদের অংশীদারদের রাজনৈতিক ও প্রতিরক্ষা সমর্থন অনুভব করি।’’

সাইরেন

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বাজল৷ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আবেদন

বেলারুশ বৈঠক

বেলারুশে ইউক্রেন-রাশিয়ার সমঝোতা বৈঠক শুরু৷

রাশিয়ান বিমানের জন্য আকাশসীমা বন্ধের বিষয়ে প্রতিক্রিয়া

ইউক্রেনে হামলার প্রতিবাদে যে সমস্ত দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ান বিমান বন্ধ করেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে৷ রাশিয়ান সরকার বলেছে, তারা বিমান ভ্রমণে ইউরোপীয় নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাবে। রাশিয়া ‘নিজের স্বার্থ’ বিবেচনা করবে৷ ১৩টিরও বেশি দেশ আকাশপথে রাশিয়ার ফ্লাইট নিষিদ্ধ করেছে।

কিয়েভ ছাড়ার জন্য ‘নিরাপদ করিডোর’ ব্যবহার করতে পারে ইউক্রেনবাসী
ইউক্রেনের বাসিন্দারা কিয়েভ ছাড়ার জন্য ‘নিরাপদ করিডোর’ ব্যবহার করতে পারে বলে জানিয়েছে রাশিয়া৷ রুশ সেনাবাহিনীর বক্তব্য, ইউক্রেনের রাজধানীর বাসিন্দারা চাইলে নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ছেড়ে যেতে পারে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, কিয়েভের বাসিন্দারা নিরাপদে ইউক্রেনের রাজধানীর দক্ষিণ-পশ্চিমে ভ্যাসিলকিভের দিকে যাওয়ার হাইওয়ে ব্যবহার করতে পারে। কিয়েভের বিভিন্ন অংশে লড়াইয়ের সময় এসেছে৷ ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, তারা রাজধানীর বিভিন্ন সেক্টরে রাশিয়ান বাহিনীর ছোট দলগুলির সঙ্গে লড়াই করছে।

রাশিয়ান বিমান বাহিনী ইউক্রেনের আকাশসীমায় আধিপত্য বিস্তার করেছে

৪৫০০ রুশ সেনার মৃত্যু, দাবি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে সোমবার বেলা পর্যন্ত ৪৫০০ রুশ সেনার মৃত্যু হয়েছে।

কিয়েভের পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি ইউক্রেন সেনার

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বা সেনার মতে, কিয়েভের পরিস্থিতি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলেছে, কিয়েভ দখল করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে রুশ ।

ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াচ্ছে ন্যাটো

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ন্যাটো মিত্ররা ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের পাশাপাশি মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে সহায়তা বাড়াচ্ছে।

রুশ সেনাদের কাছে ‘জীবন বাঁচানো ও চলে যাওয়ার’ আবেদন

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার এক বক্তৃতায় রুশ সেনাদের কাছে “নাগরিকের জীবন বাঁচানো এবং চলে যাওয়ার” আবেদন করেন। তিনি আরও বলেন, “আমি যখন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, তখন বলেছিলাম, আমরা প্রত্যেকেই রাষ্ট্রপতি। কারণ, আমরা সবাই আমাদের রাষ্ট্রের জন্য দায়ী। আমাদের সুন্দর ইউক্রেনের জন্য সকলেই বদ্ধপরিকর। কিন্তু এখন আমরা প্রত্যেকেই এক এক জন যোদ্ধা”

বেলারুশ বৈঠক

ইউক্রেনের প্রতিনিধি দল হেলিকপ্টারে করে বেলারুশ সীমান্তে পৌঁছেছে। প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ।

বৈঠক

বেলারুশে রাশিয়া-ইউক্রেন বৈঠকের প্রস্তুতি শেষ। প্রতিনিধি দল আসার অপেক্ষা।

ইউক্রেনের প্রতিনিধি দলে কে কে থাকবেন?

– সার্ভেন্ট অফ দব পিউপিল দলের চেয়ারম্যান ডেভিড আরাখামিয়া
– ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ
– রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধানের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক
– ত্রিপক্ষীয় যোগাযোগ গ্রুপে ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রথম উপপ্রধান আন্দ্রে কোস্টিন
– সংসদ সদস্য রুস্তেম উমেরভ
– ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী নিকোলাই তোচিটস্কি

সদস্য পদ

প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের জন্য দ্রুত ইইউ সদস্যপদ দাবি করলেন।

ইউক্রেন যুদ্ধে ৭ শিশুসহ ১০২ জন নাগরিকের মৃত্যু: রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান সোমবার বলেন, গত পাঁচ দিন আগে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৭ শিশুসহ কমপক্ষে ১০২ নাগরিকের মৃত্যু হয়েছে। কিন্তুর প্রকৃত সংখ্যা অনেক বেশি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Politics | পলিটিক্স (13 May, 2024)
13:20
Video thumbnail
Beyond Politics | দেখে নিন ভিডিওতে
07:56
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | বর্ধমান-দুর্গাপুরে তুলকালাম, বিক্ষোভ, ভাঙচুর, কমিশনে ভূরি ভূরি নালিশ
33:43
Video thumbnail
Lok Sabha Election | সাঁইথিয়ায় বিজেপির 'দাদাগিরি', তৃণমূল-বিজেপি বচসা, হাতাহাতি
15:17
Video thumbnail
Mumbai Dust Storm | ধুলো ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বই, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল হোর্ডিং
01:39
Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বাড়িতে হামলার ঘটনায় ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত
02:01
Video thumbnail
Loksabha Election 2024 | চতুর্থদফা ভোট নিয়ে কী বললেন শত্রুঘ্ন সিনহা, দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | কেতুগ্রামে ভোটের আগে, বোমা মেরে, কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে
16:14
Video thumbnail
Dilip Ghosh | মন্তেশ্বরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান
00:00
Video thumbnail
Durgapur News | তৃণমূলের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর! কাঠগড়ায় বিজেপি-সিপিএম
05:16