বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল অর্থাৎ স্কাইস্ক্র্যাপার (Skyscraper) কোথায় আছে অনেকেই জানেন। কিন্তু বিশ্বের সবচেয়ে সরু বা পাতলা বহুতল কোথায় রয়েছে, বলতে পারবেন কি? চিন কিংবা আরব আমির শাহি নয়, রয়েছে নিউ ইয়র্কে। ১১১ ওয়েস্ট ৫৭ স্ট্রিট, অনেকে তাকে চেনে স্টাইনওয়ে টাওয়ার (Steinway Tower) নামে। কয়েকদিন আগেই এই টাওয়ারটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্বের সব সবহুতলেরই কোনও না কোনও বিশেষ বৈশিষ্ট্য থাকে, স্টাইন টাওয়ারের ক্ষেত্রেও রয়েছে সেরকমই কিছু। তার মধ্যে অন্যতম হলো এখানে একটি ফ্ল্যাটের দাম ভারতীয় মুদ্রায় ৮১৭ কোটি টাকা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া রিপোর্ট অনুযায়ী, নব নির্মিত স্টেইন টাওয়ারের উচ্চতা ১,৪২৮ ফুট। ৯১ তলা বহুতলটিতে ৪৬টি ফ্লোরে ফ্ল্যাট রয়েছে, এছাড়া রয়েছে ডুপ্লেক্স আবাসন।
সম্প্রতি স্টাইন টাওয়ারের ছবি সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। বিল্ডিংয়ের লবি তৈরি করা হয়েছে লাইমস্টোন, মার্বেল ব্ল্যাকেন্ড স্টিস এবং ভেলভেট দিয়ে। মেঝেতে ব্যবহার হয়েছে স্মোক-গ্রে সলিড ওক। বসানো হয়েছে পিকাসো ও মাতিসে (Picasso and Matisse)-এর আসল শিল্পকর্ম। এখানে উল্লেখ্য, স্টুডিয়ো সোফিল্ড (Studio Sofield) সংস্থার কর্ণধার উইলিয়াম সোফিল্ড (William Sofield) স্টাইনওয়ে টাওয়ারের সাজসজ্জার দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন: Kidney Stone: দিন দিন বাড়ছে কিডনিতে স্টোনের সমস্যা, এর কী কী লক্ষ্মণ জেনে রাখুন
উচ্চতার নিরিখে নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু বহুতল হল সেন্ট্রাল পার্ক টাওয়ার, তার পরেই দ্বিতীয় উঁচু বহুতল স্টাইনওয়ে টাওয়ার। নিউ ইয়র্কের ম্যানহাটের শহরে তৈরি হয়েছে এই টাওয়ার। এটি ৩৮ হাজার ঘনমিটার কনক্রিট দিয়ে তৈরি। স্টাইনওয়ে টাওয়ারের মূল আকর্ষণ হলো এর সুইমিং পুল। ওই সুইমিং পুলটি ৮২ মিটার গভীর। আর পুরো দেওয়াল কাঁচের তৈরি। আপনি এখান থেকে ম্যানহাটন শহরের সৌন্দর্য বেশ ভালোভাবে অনুভব করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে সরু বহুতলের চওড়ায় ৫৭ ফুট। প্রায় ৫৩ হাজার বর্গফুট এলাকা জুড়ে টাওয়ারটি তৈরি করা হয়েছে। যে জায়গায় টাওয়ারটি তৈরি হয়েছে, তা একসময় স্টাইনওয়ে অ্যান্ড সন্স পিয়ানো কোম্পানির (Steinway & Sons piano company) মালিকানাধীন ছিল।